কাতা♓র বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে স্পেন কোচ লুইস এনরিকে। এই দলে আছেন বার্সেলোনার তিন ভরসা গাভি, আনসু ফাতি ও পেদ্রি। ইনজুরি কা🌠টিয়ে পিএসজিতে নিয়মিত হওয়া সার্জিও রামোসকে দলে রাখেননি কোচ এনরিকে।
কাতার বিশ্বকাপে স্পেনকে♔ নেতৃত্ব দিবেন সার্জিও বুসকেটস। এছাড়াও আছেন অভিজ্ঞ সিজার আজপিলিকুয়েটা ও আলভারো মোরাতা। এনরিকের ঘোষিত দলে রয়েছে বার্সার আধিপত্য। রিয়াল মাদ্রিদ স্কোয়াড থেকে স্পেন দলে জায়গা পেয়েছেন মাত্র দুই ফুটবলার।
২৩ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। টুর্নামেন্টের গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে স্প্যানিশদের প্রতিপক্ষ জার্মানি ও জাপান। এই দুই ম্যাচ হবে য�ꦇ�থাক্রমে ২৮ নভেম্বর ও ২ ডিসেম্বর।
স্পেন স্কোয়াড
গোলরক্ষক- উনাই সিমন (অ্যাথলেটিক বিলবাও), রবার্ট সা🌊নচেজ (ব্রাইটন), ড🔴েভিড রায়া (ব্রেন্টফোর্ড)।
ডিফেন্ডার- সিজার আজপিলিকুয়েতা (চেলসি), হুগো গꩲুইলামন (ভ্যালেন্সিয়া), পউ তোরেস (ভিয়ারিয়াল), এরিক গার্সিয়া (ব🍰ার্সেলোনা), হোসে গায়া (ভ্যালেন্সিয়া), ডানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), জর্দি আলবা (বার্সেলোনা), আয়মারিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি)।
মিডফিল্ডার- সার্জিও বুসকেটস (বার্সেলোনা), মার্কোস লরেন্তে (অ্যাথলেটিকো মাদ্রিদ), পেদ্রি (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), কোকে (অ্যাথলেটিকো মাদ্রিদ), গাভি (ব🐲ার্সেলোনা), কার্লোস সোলের (পিএসজি)।
ফরোয়ার্ড- আলভারো মোরাতা (অ্যাথলেটিকো মাদ্রিদ), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), ফেরান তোরেস (বার্সেলোনা), মার্কো আসেনসিও (রিয়াল মাদ্রিদ), পাবলো সারাবিয়া🎀 (পিএসজি), ডানি ওলমো (আরবি লাইপজিগ), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিকো বিলবাও), আনসু ফাতি (বার্সেলোনা)।