আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেকের পর যে মাঠে রান পেয়েছিলেন সেই মাঠেই খেলে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট অধিনায়ক ডিন এলগ♍ার। আগামীতে তাকে নিয়ে দলের কোনো পরিকল্পনা ন💟া থাকায় এক রকম বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০১৩ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে ক্যাপটাউনে প্র꧒থম টেস্ট রান পেয়েছিলেন এলগার। এবার সেই জানুয়ারিতেই নিজের প্রিয় ভেন্যুতে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন এই প্রোটিয়া ব্যাটার।
এলগার বলেছেন, ‘ক্যাপটাউন টেস্ট আমার♉ শেষ টেস্ট। বিশ্বের মধ্যে আমার প্রিয় স্টেডিয়াম। এমন জায়গা, যেখানে আমি প্রথমবারের মতো টেস্ট রান করেছি নিউজিল্যান্ডের বিপক্ষে। আশা করি, এখানে সবশেষ ম্যাচেও রান করতে পারবো।’
আগামী ৩ জানুয়ারি ဣভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করꦜবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজই হবে এলগারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবশেষ কোনো সিরিজ।
যদি এলগার দুটি টেস্ট খেলতে পারেন, ত꧅াহলে ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৬টি টেস্ট ম্যাচ খেলা হবে তার। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত ৮৪টি আন্তর্জাতিক ম্য𝔍াচে ৫ হাজার ১৪৬ রান করেছেন এই বাঁহাতি প্রোটিয়া ব্যাটার। টেস্ট ক্রিকেটে তিনি দক্ষিণ আফ্রিকার অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবাসাইট ক্রিকইনফো জানিয়েছে, লাল বলের কোচ শুকরি কনরাডের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই বলে এলগারকে জানানো হয়েছে। ২০২৪ মৌসুমে বিদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের এসেক্সে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার।