বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হলেও &✱nbsp;এবারের ঈদ দেশে করছেন না সাব্বির রহমান-ইমরুল কায়েস। এবারে ইংল্যান্ডে ঈদ উদযাপন করতে দেখা গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই দুই ক্রিকেটারকে।
বুধবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেন তারা। পোস্ট করা ছবিতে বেশ হাসি-খুশি দেখা গেছে দুজনকেই। সাব্বিরকে ছবিতে একা দেখা গেল𓃲েও ইমরুলের সাথে দেখা গেছে আরও কয়েকজনকে।
এদিকে সাব্বির-ইমরুল ছাড়াও ইংল্যান্ডে ঈদ পাল💮ন করতে দেখা গেছে জাতীয় দলের আরেক ক্রিকেটার শামসুর রহমান শুভকেও।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বেশ কয়েকবছর ধরে ইমরুল-সাব্বির-শুভদের দেখা না গেলেও ই𓂃ংল্যান্ডে লিগ খেলতে কয়েকমাস ধরেই সেখানে অবস্থান করছেন তারা।