সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলে সবচেয়ে সমালোচিত ক্রিকেটারদের একজন নাজমুল হোস𒐪াইন শান্ত। দারুণ সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকে💯টে অভিষেক হলেও নিজের সামর্থ্য অনুযায়ী এখনও পারফর্ম করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।
টানা ব্যর্থ হলেও টিম ম্যানেজমেন্ট তার উপর এখনও ভরসা রেখেছে। এ নিয়ে দেশের ক্রিকেটেও সমౠালোচনার শেষ নেই। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে দলে রাখা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যদিও বিশ্বকাপে দুইটি হাফসেঞ্চুরি করেছিলেন শান্ত। তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাঝেমধ্যে রান পেলেও ওয়ানডে ফরম্যাটে একদমই সাদামাটা তার পারফর্মেন্স। ১৪ ওয়ানডেতে কোনো হাফসেঞ্চুরি ছা🌼ড়া তার সংগ্রহ মাত্র ১৮৯ রান। সেখানে আবার সর্বশেষে দুই ম্যাচেই ফিরেছেন শূন্য রানে।
এরপরও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরꦇিজের প্রথম ম্যাচে তাকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট! তবে এবারও তাদের ভরসার প্রতিদান দিতে পারেননি, আ💯উট হয়েছেন ইনিংসের প্রথম বলেই!
ফলের দ্বিতীয় ওয়ানোডের আগে স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে শান্তকে নিয়ে প্রশ্ন করা হয়েছে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে। উত্তরে শান্তকে নিয়ে ধৈর্য্💖য ধরতে বলে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিসের উদাহরণ দেন তিনি।
ক্যালিস বলেন, “আমি অনেক গ্রেট প্লেয়ার দেখেছি যাদের প্রথম ২০-২৫ ম্যাচ, ২০ টেস্ট ম্যাচের রেকর্ড ভালো ছিল না। জ্যাক ক্যালিসের কথাই ব🦂লি। তার প্রথম ১২ টেস্টে গড় মনে হয় ১২ ছিল। কিছু ক্রিকেটারের প্রতি আপনার ধৈর্যশীল হতে হবে। ১২টা ওয়ানডে কঠিন কন্ডিশনে খুব বেশি না। আমাদের ধৈর্য্য ধরতে হবে। ফর্ম খুঁজে পাওয়ার সুযোগ দিতে হবে।”
তবে শান্তকে আরও ধারাবাহিক হতে এ বিষয়ে একমত ডমিঙ্গো। শান্ত সাদা বলে ভালো করার উপায়ও খুঁজে পেয়েছেন বলে মনে করেন তিনি। এ বিষয়ে টি🧜-টোয়েন্টি বিশ্বকাপে শান্তর করা দুই ফিফটির কথাও উল্লেখ করেন ডমিঙ্গো।
“শান্তর আরও ধারাবাহিক হওয়া উচিত, আমরা সবাই তা জানি। তবে তাকে দেখে মনে হচ্ছে সে সাদা বলের ক্রিকেটের ছন্দটা ধরতে পারছে। বিশ্বকাপ🦹ে (টি-টোয়েন্টি) দুটি ফিফটি করেছে” যোগ করেন ডমিঙ্গো।