ধারনা করা হয়েছিল চলতি প্যারিস অলিম্পিকে পুরুষ একক টেনিস ইভেন্টের দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ অনেকটা ফাইনালের মতোই হবে। কারণ, তাতে মুখোমুখি হবে বিশ্বের অন্যতম সেরা দুই তারকা স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক জোকোভিচ। কিন্তু তা হলো না। বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জয়ী, ২২টি গ্রান্ড স্লাম শিরোপা জয়ী ৩৮ বছর বয়সী নাদালকে সোমবার ৬-১ ও ৬-৪ সেটের একপেশে লড়াইয়ে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ২৪টি গ্রান্ড স্লাম শিরোপা জয়ী নোভাক জোকোভিচ। এরআগে রোববার প্রথম রাউন্ডে হাঙ্গেরির ফুকসোভিক্সকে ৬-১, ৪-৬ ও ৬-৪ সেটে পরাজিত করেন স্পেনের নাদাল। আর সার্বিয়ার জোকোভিচ শনিবার অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে সরাসরি সেটে পরাজিত করেনꦓ প্রথম রাউন্ডে। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদাল তার চেনা কোর্টে𒊎 সার্ব প্রতিপক্ষের বিপক্ষে দাঁড়াতেই পারেননি। এই জয়ে জোকোভিচ তার প্রথম অলিম্পিক শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে গেলেন।