কোচের সাথে বনিবনা না হওয়ায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন মরক্কোর তারকা ফুটবলার হাকিম জিয়েশ। কোচ বদল হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার ঘোষণা দিয়েছেন। এবার খেলবে কাতার বিশ্বকাপেও꧋। তবে বিশ্বকাপের আগে ইংলিশ 🅰ক্লাব চেলসিতে নিয়মিত না খেলার পরও তাকে অন্তর্ভূক্ত করেছে কোচ ওয়ালিদ রেগরাগুই।
বিশ্বকাপের জন্য মরক্কোর ঘোষিত ২৬ সদস্যের দলে মাত্র ৯ জনের বিশ্বকাপের খেলার অভিজ্ঞতা আছে। এর মধ্যে অন্যতম হলেন হাকিম জিয়েশ। আগের বাꦜর গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও এবার বড় লক্ষ্য নিয়ে মাঠ নামতে চায় দলটি।
বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ মরক্কোর প্রতিপক্𒊎ষ বেলজিয়াম, কানাডা ও ক্রোয়েশিয়া। ২৩ নভেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দলটি। গ্রুপে পর্বে তা♉দের বাকি দুই ম্যাচ ২৭ নভেম্বর (বেলজিয়াম) ও ১ ডিসেম্বর (কানাডা)।
মরক্কো স্কোয়াড
গোলরক্ষক- ইয়াসিন বৌনোউ (সেভিয়াল), মুনির 🦩এল কাজুই (আল ওহেদা), আহমদ রেদা টাগনাউতি (ওইদাদ♑ কাসাব্ল্যাঙ্কা)।
ডিফেন্ডার- নায়েফ আগুয়ের্ড (ওয়েস্ট হ্যাম), ইয়াহিয়া আত্তিয়া আল্লা (ওইদাদ কাসাব্লাঙ্কা), বার্দ বেনৌন (কাতার এসসি), আশরাফ 🔯দাড়ি (স্টাডে ব্রেস্ট), জাওয়াদ এল ইয়ামিক (রিয়াল ভায়াদোলিদ), আশরাফ হাকিমি (প্যারিস সেন্ট জার্মেইন), নৌসসাইর মাজরাওইউ (বায়ার্ন মিউনিখ), রোমাইন সাইস (বেসিকতাস)।
মিডফিল্ডার- সোফইয়ান আমরাবাত (ফিওরেন্তিনা), সেলিম আমাল্লা (স্ট্🙈যান্ডার্ড লিগে), বিলাল এল খাননৌস (রেসিং জেংক), ইয়াইয়া জ্যাবরেন (ওইদাদ কাসাব্লাঙ্কা), আজ্জেদিন ঔনাহি (অ্যাজার), আব্দেল হামিদ সাবিরি (সাম্পদোরিয়া)।
ফরোয়ার্ড- জাকারিয়া আবৌখলাল (তৌলৌজ), সৌফিয়ানে বৌফল (অ্যাজার), ইলিয়াস চেয়ার (কুইন্স পার্ক রেঞ্জার্স), ওয়ালিদ চেদদিরা (বারি), ই🌃উসেফ এন নাসেইরি (সেভিয়া), আব্দে ইজ্জালজৌলি (ওসাসুনা), আব্দের রাজ্জাক হামদাল্লা (আল ইত্𓂃তিহাদ), আমিনে হারিদ (মার্শেই), হাকিম জিয়েশ (চেলসি)।