বিপিএলের চট্টগ্রাম পর্বে প্রথমে ব্যাট করতে নেমে উইল জ্যাকসের বিস্ফোরক সেঞ্চুরিতে ২৩৯ রানের বিশাল স্কোর গড়ে কুমিল্লা ভিক্টোর🎶িয়ানস। সেই স্কোর টাপকাতে গিয়ে মঈন আলী ও রিশাদ হোসাইনের ঘূর্ণিতে ১৬৬ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এদিন কুমিল্লার🎐 দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুর♏ুটা ভালোই পেয়েছিল চট্টগ্রাম। জশ ব্রাউন ও তানজিদ হাসানের ওপেনিং জুটিতে ৮০ রান তোলে। মোস্তাফিজুর রহমানের বলে তানজিদ আউট হয়ে গেলে ভাঙে এই জুটি। তার আগে ২ ছক্কা ও ৫ চারে সাজিয়ে ২৪ বলে ৪১ রান করেন এই ওপেনার।
এরপর শুরু রিশ🅠াদের ঘূর্ণি🍎র জাদু। একে একে তুলে নেন ব্রাউন (৩৬), টম ব্রুস (১১) ও শাহদাত হোসেনকে (১২)। এর মধ্যে কার্টিস চ্যাম্পারকে (৫) তুলে নেন মোস্তাফিজ।
চট্টগ্রামের দলীয় রান যখন ১৫৭, তখন মঞ্চে আসেন মঈন আলী। মেরে খেলতে থাকা সৈকত আলীকে ফিরিয়ে উইকেটের খাতা♉ খোলেন ইংলিশ এ স্পিনার। 🐈তার আগে ৫ ছক্কা ও ১ চারে ১১ বলে ৩৬ রান করেন সৈকত।
চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোমকে (১৯) নিজের চতুর্থ শিকারে পরিণত করেন রিশাদ। এরপর ইনিংসের ১৭তম ওভারে এসে হ্যাটট্রিক করে চট্টগ্রামের ইনিংসেরꦐ ইতি টানেন মঈন আলী।