চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ অস্ত𓆉োষজনক উল্লেখ করে দেশের হোম ভেন্যুকে তিরষ্কারস্বরুপ একটি ডিমেরিট পয়েন্ট জুড়ে দেয় আইসিসি। এখন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এ𒉰ই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করে তা পুনঃমূল্যায়ন করতে অনুরোধ করবে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।
বিসিবি’র গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ডিমেরিট পয়েন্ট দেওয়া খুবই দুঃখজনক। এর দুটি কারণ দাঁড় করাব আমি। অনেকেই ༺বিষ♏য়টি অনুধাবন করেছেন যে, আবহাওয়া আমাদের প্রস্তুতিতে ব্যঘাত ঘটিয়েছে। ম্যাচ শুরুর দুই দিন আগে থেকে এখানে বৃষ্টি হয়েছে এবং কোনো সূর্য্যরে আলো ছিল না। যার কারণে আমরা ভালো প্রস্তুতি নিতে পারিনি।
গত ১২ ডিসেম্বর সফরকারি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষের ঠিক পরদিনই ম্যাচ রেফারিཧ ডেভিড বুনের প্রতিবেদন অনুযায়ী আইসিসি এক সংবাদ ব্জ্ঞিপ্তির মাধ্য❀মে মিরপুরের উইকেট নিয়ে উদ্বেগ জানায়।
দুই ম্যাচ সিরিজের শেষ এই টেস্টে বাংলাদেশ꧑ের সংগ্রহ ছিল ১৭২ ও ১৪৪ আর নিউজিল্যান্ড সংগ্রহ করেছে যথাক্রমে ১৮০ ও ১৩৯/৬ রান।
বিজ্ঞপ্তিতে এও উল্লেখ করা ছিল যে, বিসিবি চাইলে ১৪ দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারবে। মিরপুরে এই পিচেই স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ সমতায় ফিরিয়েছে সফরকারীরা।