খুলনা টাইগার্সের দেওয়া ১৫৬ রানের টার্গেট ২ বল আর পাঁচ উইকেট হাতে রেখেই টপকে গেছে ফরচুন বরিশাল। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিপিএলের ১৯তম ম্যাচের শুরুতেꦐ ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানে তোলে খুলনা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার আহমেদ শেহজাদকে হারায় বরিশাল। শূন্য রানে ফেরেন তিনি। তবে তিনে নামা সৌম্য সরকাꦕর তামিমের সাথে জুটি গড়ে তাল সামলে নেন। তামিমের সঙ্গে ২৩ বলে ২৭ রানের জুটি গড়েন সৌম্য।
এরপর মুশফিকুর রহিমের ২৫ বলে ২৭, শোয়েব মালিকের ২৫ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসে থিতু হয় বরিশাল। শেষে ১৫ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলে বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দেন মেহেদী হা😼সান মিরাজ।
খুলনার হয়ে তিন উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ।
চলতি বিপিএলে ৫ ম্যাচে চার জয় নি𝓀য়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে খুলনা। আর ছয় ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান ﷽করছে বরিশাল।