বিশ্বকাপ বাছাই পর্বের অ্যাওয়ে ম🔯্যাচে আজ(বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মেলবোর্নে সেই ম্যাচে বাংলাদেশকে প্রথমার্ধেই ৪ গোল হজম করতে হয়েছে। যেখানে মিচেল ডিউকের জোড়া গোল। বাকি দুই গোল করেন হ্যারি সোটার ও ব্রেন্ডন বোরেলো।
ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দেয় অস্ট্রেলিয়া। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ১৫৬ ধাপ এগিয়ে থাকা সকারুসরা ম্যাচের শুরু থেকেই জামাল ভূইয়াদের ওপর আক্রমণ করে খ🧸েলতে থাকে।💎 সুফল পেতেও সময় লাগেনি তাদের। ম্যাচের চার মিনিটেই ফ্রি-কিক থেকে পাওয়া বলে দারুণ এক গোলে স্বাগতিকদের লিড এনে দেন হ্যারি সোটার।
লিড দ্বিগুণ করতে বেশি সময় নেইনি অস্ট্রেলিয়া। ১৯ মিনিটে তাদের হয়ে গোল করেন ব্রেন্ডন বোরেলো। ব্যবধান ৩-০ হয়ে যেত ২৬ মিনিটেই। তবে মিতুল মারমার অসাধ🌱ারণ সেফ তা হতে দেয়নি।
তবে ম্যাচের ৩৭ ও ৩৯ মিনিটে মিচেল ডিউক জোড়া গোল কর༺লে বিরতিতে যাওয়ার আগেই ৪-০ গোলের লিড পায় সকারুসরা।
বাংলাদেশ পুরো ম্যাচজুড়েই সময় কাটিয়েছে নিজেদের অর্ধেই। ফরোয়ার্ড রাকিব হোসেন দুয়েকবার অস্ট্রেলিয়ার বক্সের সামনে গেলেও তেমন কিছু করতে পারেননি। বাংলাদেশ নিজেদের অর্ধে থাকায় অস্ট্রেলিয়ান গোলরক্ষক অনেক সময় বক্স থেকে বেরিয়ে এসে পাসও খেলেছেন। অস্ট꧅্রেলিয়ান ফুটবলারদের উচ্চতায় বাংলাদেশের ডিফেন্ডারদের ভুগিয়েছে।