প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সফরে যাচ্ছে বাংলাদেশ🌸 নারী ক্রিকেট দল। এই সফরে দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। আসন্ন সিরিজের জন্য গতকাল (সোমবার) রাতে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেই দলে নেই বাংলাদেশের তারকা পেসার জাহানার আলম। জানা গেছে, মানসিকভাবে প্রস্তুত না থাকায় তিনি ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিচ্ছেন।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক মন্তব্যে বাংলাদেশ নারী ক্রিকেটের ইনচার্জ হাবিবুল বাশার সুমন এই কথা জানান। তিনি বলেন, `সে (জাহানারা) আমাদের একট🌄ি চিঠিতে জানিয়েছে– খেলার জন্য সে মানসিকভাবে প্রস্তুত নয় এবং ক্রিকেট থেকে দুই মাসের বিরতিতে যাচ্ছে।‘ ঘরের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের স্কোয়াডেই ছিলেন জাহানারা। তবে খেলেছেন কেবল একটি টি-টোয়েন্টি।
জাহানারা বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান বলে উল্লেখ করেছেন বাশ๊ার, ‘প্রয়োজনে চুক্তি (বিসিবির কেন্দ্রীয় চুক্তি) থেকেও নিজেকে বাইরে রাখতে বলেছে জাহানারা। তার বিষয়টিকে আমাদের সম্মান জানাতে হবে,ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ কারণ কেউ যদি মনে করে সে মানসিকভাবে প্রস্তুত নয় এবং কিছুদিন বিরতি নিতে চায়, তাহলে আমাদের সেটি গ্রহণ করতে হবে। এক্ষেত্রে তার মাঠে ফেরার সুনির্দিষ্ট সময়ও নিশ্চিত হওয়া যায়নি। যখনই সে খেলার জন্য উপযুক্ত মনে করবে, আমাদের জানাবে।’
২০১১ সালে লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর থেকে জাহানারা ৫২টি 🧸ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।