বায়ুদূষণের তা♔লিক🌞ায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ঢাকার দূষণ স্কোর ২০৪ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ৮টা ২৫ মিনিটꦅে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্🎉থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
এ তালিকার শীর্ষ অবস্থানে আছে ভারতের কলকাতা শহর। কলকাতার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৫০। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ু খুবই🌌 অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এই শহরটির দূষণ স্কোর ২১৯ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে তাকে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ﷺও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।