• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গুরুত্ব দিয়েই আমিরাতকে মোকাবিলা করবে বাংলাদেশ: সোহান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০২:৪২ পিএম
গুরুত্ব দিয়েই আমিরাতকে মোকাবিলা করবে বাংলাদেশ: সোহান

সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে এখ🍌নো ভাসছে দেশ। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছুটিতে থাকায় এই সিরিজে দলকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক ব��্যাটার নুরুল হাসান সোহান।

সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক সোহান স্পষ্ট করেই দিয়েছেন প্রতিপক্ষ যেই হোক না কেন, সবাই সামর্থ্যবান। তাই গুরুত্ব সহকারেই আরব আমিরাতকে মো🐻কাবিলা করতে হবে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে 🐷আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে স্বাগতিকদের বিপক্ষে একবারই টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছিল বাংলাদেশ। ২০১৬ সালে ওই ম্যাচে বাংলাদেশের জয় ছিল ৫১ রানের বড় ব্যবধানে।

সাম্প্র🅘তিক সময়ে ভালো ছন্দেই আছে আরব আমিরাত। আয়ারল্যান্ডের বিপক্ষে 🦄খেলা শেষ ছয় টি-টোয়েন্টির পাঁচটিতেই জয়মাল্য পড়েছে তারা। তাই সতর্ক থেকেই মাঠে নামতে চান বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান।

তিনি বলেন, “কোন দল দুর্বল বা ছোট বলতে চাই না আমি। তারা যেহেতু আন্তর্জাতিকไ খেলছে অবশ্যই তারা সামর্থ্যবান। বিশেষ করে টি-টোয়েন্টিতে যারা যেদিন ভালো খেলছে, ভালো রেজাল্ট আসে তাদের পক্ষেই। আমাদের ভালো খেলা ছাড়া অন্য কোনো পথ নেই। আমরা প🐼্রক্রিয়াটা ঠিক রেখে ভালো খেলার চেষ্টা করবো।”

সাকিব আল হাসান না থাকায় টিম কম্বিনেশন সাজাতে হয়তো একটু বিপাকেই পড়তে হবে ꦿঅধিনায়ক সোহানকে। তবে সেট♍া নিয়ে চিন্তা না করে ধারাবাহিকতার দিকেই নজর দিতে চান অধিনায়ক।

তিনি বলেন, “নিদিষ্ট করে কারও নাম এখনই মেনশন করতে চাচ্ছি না, যেহেꦚতু কালকে খেলা হবে। আমার কাছে মনে হয় সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল যেটা সেটা নিয়েই খেলার চেষ্টা করবো। সামনে আমাদের নিউজিল্যান্ডে সিরিজ আছে, পরবর্তীতে বিশ্বকাপ আছে। আমরা একটি প্রক্রিয়ꦜার মধ্য দিয়ে যাচ্ছি, সেটাই ফলো করার চেষ্টা করবো।”

জাতীয় দলের হয়ে সব ম্যাচইকেই গুরুত্বপূর্ণ মানতে চান 🅠সোহান। তাই প্রতিপক্ষকে হালকা করে দেখতে নারাজ। প্𒁃রতিপক্ষ যেই হোক জয় বিকল্প কিছুই চান না ভারপ্রাপ্ত অধিনায়ক।

তিনি বলেন, “এটা যদি বলি অবশ্যই জেতা, আন্তর্জাতিক প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ব🎀াংলাদেশের হয়ে প্রতিটা ম্যাচ খেলাই আমার কাছে সমান গুরু꧅ত্বপূর্ণ। যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ সেহেতু আমরা আমাদের শতভাগ গিয়ে ভারসাম্য ঠিক যে দলটা গড়া যায় সেটা নিয়ে সবচেয়ে বেশি ফোকাস থাকবে ম্যাচ জেতায়।”

Link copied!