• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ধর্মশালা ছেড়ে চেন্নাই পৌঁছেছে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০৬:০৮ পিএম
ধর্মশালা ছেড়ে চেন্নাই পৌঁছেছে বাংলাদেশ
ছবি: বিসিবি

হার দিয়ে ধর্মশালা অধ্যায় শেষ করল বাংলাদেশ। ধর্মশালা পর্বের শুরুটা আফগানিস্তানের বিপক্ষে বড় জয় দিয়ে হলেও দ্বিতীয় ম্যাচেই ইং🧔🤡ল্যান্ডের বিপক্ষে বড় বব্যধানে হেরেছে টাইগাররা। চেন্নাইয়ে পরের ম্যাচটিতে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ, কারণ প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড।

দুই ম্যাচ খেলার ক্লান্তি নিয়েই ধর্মশাল♕া থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ দল। শুক্রবার (১৩ অক্টোবর) চিপকের এম চিদাম্বরম স্টেডিয়ামে উড়তে থাকা নিউজিল্যান্ডের মু🐬খোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে আকাশপথে চেন্নাই পাড়ি দিয়েছেন সাকিব আল হাসান,মেহেদী হাসান মিরাজরা।

বিমানে এই দীর্ঘপথে কেউ ঘুমিয়েছেন, কেউবা গল্প করে কাটিয়েছেন। অধিনায়ক সাকিব অবশ্য সে পথে༺ হাঁটেননি। দাবার কোর্টে ঘুটি সাজিয়ে বসেছেন মেহেদী হাসান মিরাজের বিপক্ষে♔। বাংলাদেশ ক্রিকেটের অঘোষিত রাজার সঙ্গে দাবার লড়াইয়ে অনেকের চোখেই তার উত্তরসূরি মিরাজ।

ছবি : বিসিবি

এই ছবিটা যেন জানিয়ে দিচ্ছে রাজা সাকিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে মিরাজের উত্থানটা। সাম্প্রতিক সময়ে মিরাজ নিজের বোল😼ার পরিচয়টা ঝেরে ফেলে অলরাউন্ডার হিসেবে ক্রমেই প্রতিষ্ঠিত হচ্ছেন। বোলিংয়ে দলের বড় ভরসা হয়েছেন আগেই, এখন ব্যাট হাতেও নির্ভরশীলতা যোগাচ্ছেন। বিশ্বকাপে আফগানিস্তানের ♔বিপক্ষে হাঁকিয়েছেন বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতক। বল হাতেও তিন উইকেট শিকার করে প্রথমবারের মতো বিশ্বকাপে ম্যাচসেরাও হয়েছেন। সাকিবের মতো মিরাজও এখন ম্যাচ উইনার অলরাউন্ডার। সাকিবের সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার পথেই তো তিনি।

বিসিবির শেয়ার করা ছবিটির ক্যাপশনে বলা হয়, অধিনায়ক🉐 সাকিবের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মেহেদী ম🌸িরাজ। তবে দুই সতীর্থের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিততে পেরেছে সেটি জানা সম্ভব হয়নি অবশ্য।

বি☂শ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে হারের পরও হাল ছাড়ছেন না সাকিব। অকপট জানালেন, ‘আমরা ভালো পরিকল্পনা করেছিলাম; কিন্তু সে অনুযায়ী খেলতে পারিনি।’ এখনই হতাশ হতে চান না সাকিব, ‘এটা লম্বা টুর্নামেন্ট। চেন্নাইয়ে আমাদের প্রতিপক্ষ কঠিন, নিউজিল্যান্ড দারুণ করছে🐼। আমাদের সামনে এগোতে হবে, আমাদের সঠিক জিনিসগুলো করতে হবে এবং ম্যাচে তা কাজে লাগাতে হবে। ’

Link copied!