বাংলাদেশের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই গতির ঝড় তুলছেন ভারতীয় পেসার উ🍷মরান মালিক। চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তার বুলেট গতির ডেলিভারির বিপক্ষে চরম অস্বস্তিতে রয়েছেন বাংলাদেশি ব্যাটাররা।
ইনিংসের ১২তম ওভারে তাকে বোলিংয়ে আনেন ভারতীয়🐲 অধিনায়ཧক রোহিত শর্মা। প্রথমবার বলে হাতে নিয়েই স্ট্রাইকে থাকা সাকিবকে একের পর এক বাউন্সারে রীতিমতো নাচিয়ে ছাড়েন উমরান।
এক ওভারেই সাকিবের হেলমেটে বল লেগেছে অন্তত দুইবার। একবার তো সাক♑িবের পিঠেও আঘাতౠ করে উমরানের বাউন্সার। এছাড়া বাকি তিন বলেও মোটেও স্বস্তিতে ছিলেন না সাকিব।
আগুন ঝড়ানো প্রথম ওভারের পর ১৩তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই প্রথম বলেই উইকেটের দেখা পান উমরান। তার বুলেট গতির ডেলিভারি উপড়ে ফেলে নাজমুল হোসাইন🎉 শান্তর উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্য൩ন্ত ১৪ ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৭💟 রান। উইকেটে অপরাজিত থেকে ব্যাটিং করছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।