বিশ্বকাপ বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচে আজ(বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মেলবোর্নে সেই ম্যাচে বাংলাদেশ দুই অর্ধমিলে ৭ গোল হজম করেছে। যেখানে হ্যাটট্রিক করেছেন জেমি �𝐆�ম্যাকলারেন। এছাড়া মিচেল ডিউকের জোড়া গোল। বাকি দুই গোল করেন হ্যারি সোটার ও ব্রেন্ডন বোরেলো।
ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দেয় অস্ট্রেলিয়া। র্যাঙ্কিংয়ে বাংল𝐆াদেশ থেকে ১৫৬ ধাপ এগিয়ে থাকা সকারুসরা ম্যাচের শুরু থেকেই জামাল ভূঁইয়াদের ওপর আক্রমণ করে খেলতে থাকে। পুরো ম্যাচের ৭০ ভাগ বল দখল করে রেখেছিল অস্ট্রেলিয়ার ফুটবলাররা। টোটাল গোলমুখে শট নেন তারা ২৯টি। যার ভিতর ১৪টি ছিল অন টার্গেটে। পুরো ম্যাচে বাংলাদেশের শর্ট একটি।
ম্যাচের চার মিনিটেই ফ্রি-কিক থেকে পাওয়া বলে দারুণ এক গোলে স্বাগতিকদের লিড এনে দেন হ্যারি সোটার। ꦿলিড দ্বিগুꦅণ করতে বেশি সময় নেইনি অস্ট্রেলিয়া। ১৯ মিনিটে তাদের হয়ে গোল করেন ব্রেন্ডন বোরেলো।
ব্যবধান ৩-০ হয়ে যেত ২৬ মিনিটেই। তবে মিতুল মারমার অসাধারণ সে🥂ফ তা হতে দেয়নি। তবে ম্যাচের ৩৭ ও ৩৯ মিনিটে মিচেল ডিউক জোড়া গোল ক🐽রলে বিরতিতে যাওয়ার আগেই ৪-০ গোলের লিড পায় সকারুসরা।
বিরতির পরও স্বাগতিকদের আক্রমণে ধার কমেনি। বরং বদলি ꦗখেলোয়াড় ম্যাকলারেন এই অর্ধে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। ৪৮ মিনিটে অস্ট্রেলিয়া দেখা পায় পঞ্চম গোলের। সতীর্থের নীচু ক্রসে বদলি নামা ম্যাকলারেন আলতো টোকায় লক্ষ্যভেদ করেন। তার কিছু পরই ম্যাকলারেনের জোরালো শট গোলকিপার মিতুল কোনও মতে রুখে দিয়েছেন। ৭০ মিনিটে স্কোরলাইন ৬-০ করেছে অস্ট্রেলিয়া। মাসিমো লুংগোর শট গোলকিপার মিতুল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বলে গোল করতে ভুল করেননি ম্যাকলারেন।
৮৪ মিনিটে মিলারের দারুণ ক্রসে ম্যাকলারেনের প্লেসিংয়ে আসে সপ্তম গোল। ৮৮ মিনিটে পেনাল্টি পেয়েও অস্ট্রেলিয়া গোল করতে পারেননি। নাহলে ব্যবধান আরও বাড়তে পারতো। লুংগোর শট মিতুল ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ত✅ালুবন্দি করেছেন। হেসে খেলে বাংলা♏দেশের বিপক্ষে সকারুসরা গোল উৎসব করেছে।
এদিকে, বাংলাদেশ পুরো ম্যাচজুড়েই সময় কাটিয়েছে নিজেদের অর্ধেই। ফরোয়ার্ড রাকিব হোসেন দুয়েকবার অস্ট্রেলিয়ার বক্সের সামনে গেলেও তেমন কিছু করতে পারেননি। বাংলাদেশ নিজেদের অ🧔র্ধে থাকায় অস্ট্রেলিয়ান গোলরক্ষক অনেক সময় বক্স থেকে বেরিয়ে এসে পাসও খেলেছেন। অꦑস্ট্রেলিয়ান ফুটবলারদের উচ্চতায় বাংলাদেশের ডিফেন্ডারদের ভুগিয়েছে।