• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্যারিস অলিম্পিক

তৃতীয় দিন শেষে পদক তালিকায় শীর্ষে যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪, ১২:০৫ পিএম
তৃতীয় দিন শেষে পদক তালিকায় শীর্ষে যারা
জিমন্যাস্টিক্সে সাফল্য লাভের পর জাপানিদের উল্লাস। ছবি : সংগৃহীত

চলতি প্যারিস অলিম্পিক দুর্দান্ত এক দিন পার করলো সোমবার টেবিল টেনিসꦯের মিশ্র দ্বৈতে দেখা গেল সময়ের অন্যতম সেরা এক লড়াই। সেমিফাইনালেই দর্শকদের মাতিয়ে রেখেছিলেন চীন এবং দক্ষিণ কোরিয়ার তারকারা। আর্চারিতে দক্ষিণ কোরিয়ার পুরুষরা আরও একবার পেয়েছেন স্বর্🍒ণপদকের দেখা। লা ডিফেন্স অ্যারেনায় সাঁতারে দেখা গিয়েছে গতির ঝড়।

আরিয়ার্না টিটমাস দিনদুয়েক আগেই ৪০০ মিটার ফ্রিস্টাইল জিতে হইচই ফেলে দিয়েছিলেন। কিন্তু ২০০ মিটা🅰র ফ্রি স্টাইলে এই তারকার অলিম্পিক রেকর্ড ভেঙ্গে দিলেন স🌟তীর্থ  মলি ও’ক্যালাঘান।

এদিন সাঁতারে নিজেদের তৃতীয় স্বর্ণ পেয়েছে অস্ট্রেলিয়া। ইতালি, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার ঘর🌞ে গিয়েছে বাকি ৪ পদক।

দিনশেষে অবশ্য পদক তালিকায় সবার ওপরে আছে জ🍸াপানের নামটাই। টানা দ্বিতীয় দিন পদক 𓂃তালিকার শীর্ষে থাকল দেশটি। মোট ৬টি সোনা জিতেছে এশিয়ার দেশটি।

মোট পদক সংখ্যায় অবশ্য যুক্তরাষ্ট্রই ওপরꦗে। এখন পর্যন্ত ৩টিসহ সোনাসহ মোট ২০টি প🔥দক জিতেছে তারা।

দ্বিতꦑীয় সর্বোচ্চ ৫টি করে সোনা জিতেছে ফ্র⭕ান্স, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।

 

 

 

 

 

Link copied!