• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লুটনকে হারিয়ে ফের পয়েন্টের শীর্ষে আর্সেনাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪, ০৪:২৩ পিএম
লুটনকে হারিয়ে ফের পয়েন্টের শীর্ষে আর্সেনাল
জয় নিয়ে মাঠ ছাড়ছেন আর্সেনাল দলের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

দূর্বল দল লুটন টাউন এখন রেলিগেশন লড়াইয়ে ব্যস্ত। একটি জয় বা একটি পয়েন্ট তাদের কাছে বিশাল কিছু। পয়েন্ট প্রত্যাশী সেই লুটনকে সহজেই ২-০ গোলে হারিয়ে ইংলিশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফের দখলে নিয়ে🌱ছে আর্সেনাল। 

এই জয়ে লিভারপুলের কাছ থেকে টেবিলের নেতৃত্ব কেড়ে নেয় মিকেল আরতেতার শিষ্যরা। ৩০ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৮। আর দ্বিতীয়স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৭। অবশ্য অলরেডরা একটি ম্যাচ কম খেলেছে। আর আর্সেনালের সমান ৩০ ম্যাচে সিটির পয়েন্টও ৬৭। গোল ব্যবধানে লিভারপুল এগিয়ে থাকার কারণে টেবিলে এক ধাপ পিছিয়ে ম্যানচেস্ট🍸ার সিটি।

বুধবার রাতে ঘরের মাঠে আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ড প্রথജম গোল করেন। ২৪ মিনিটে কাই হ্যাভার্টজের অ্যাসিস্টে বাঁপায়ের দারুণ শটে গোল করেন তিনি।

দ্বিতীয় গোলটি লুটন হজম করে নিজেদের ভুলে। ৪৪ মিনিটে আত্মঘাতী গোলে ২-০ ব্যবধ൲ানে এগিয়ে যায় আর্সেনাল।🏅 আর দ্বিতীয়ার্ধে গোল পায়নি কোনো দল। অবশেষে ২-০ গোলে জয় পায় গানাররা।

ম্যাচ শেষে আর্সেনালের কোচ আরতেতা বলেন, ‘আমি খুবই খুশি। এটি সত্যিই একটি কঠিন ম্যাচ এবং লুটনকে অবশ্যই কৃতিত্ব দিতে হয়। তারা একটি ♏খুব ভাল🃏ো একটি দল। তার আমাদের জন্য ম্যাচটি কঠিন করে তোলে। আমরা প্রথমার্ধে দুটি ভালো গোল করেছি, দ্বিতীয়ার্ধে সঠিক ছন্দ পাইনি।’

গত সপ্তাহে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির বিপক্ষে গোলশূণ্য ড্র করে আর্সেনাল। এতেই বোঝা যায়, আসলে শিরোপা জয়ের ত্রিমুখী দৌড়ে কতটা শক্তি নিয়ে এগোচ্ছে গানাররা।
 

Link copied!