কাতার বিশ্বকাপের পর এশিয়া সফরে দুইটি প্রীতি ম্য🦋াচ খেলতে এসেছে আর্জেন্টিনা। চীনের বেইজিংয়ে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় মেসির আর্জেন্টিনা। ওই ম্যাচে ১ মিনিট ২০ সেকেন্ডে গোল করেন মেসি। এবার ইন্দোনেশিয়াকে হারাল আর্জেন্টিনা।
এ ম্যাচে এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় আসেন নি মেসি📖। টানা ম্যাচ খেলার জন্য অবসর কাট📖াতে ছুটি নেন সাবেক পিএসজি তারকা। এ ম্যাচে নেই আরেক তারকা আনহেল দি মারিয়া।
দুই তারকাকে ছাড়াই ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছ🐲ে লিওনেল স্কালোনির দল। ২🦋-০ গোলে জয় পায় তার দল।
প্রথমার্ধের প্রথমে ভালোভাবে শুরু করতে পারেনি মেসিবিহীন দলটি। তবে ধীরে ধীরে আক্রমন বাড়ায় নীল-সাদা জার্সিধারীরা। ৩৮ মিনিটে গোল করেন লিয়ান্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚদ্রো পারেদেস। প্রায় মাঝমাঠ থেকে দূরপাল্লার শটে এগিয়ে যায় লাতিন আমেরিকার দলটি। তবে বিরতি যাওয়ার অল্প কিছুক্ষণ আগে দারুণভাবে গোলপোষ্ট রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ।
বিরতি থেকে ফিরে ইন্দোনেশিয়ার জালে এবার বল জড়ান ক্রিস্টিয়ান রোমেরো। ৫৫ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় 🐓আর্জেন্টিনা। এরপর কোনো দল গোল না করেই মাঠ ছাড়ে।