• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মেসি নেইমারকে ছাড়াই জিতল পিএসজি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৩:১১ পিএম
মেসি নেইমারকে ছাড়াই জিতল পিএসজি

দলের সবচಌেয়ে বড়ꦇ দুই তারকা মেসি নেইমারকে ছাড়াই জয় পেয়েছে ফ্রান্সের জায়ান্ট ক্লাব পিএসজি। লিগ ওয়ানের ম্যাচে ফরাসি ক্লাব ব্রেস্টকে ৪-২ গোলে হারিয়েছে তারা। এরফলে লিগ শুরুর প্রথম তিন ম্যাচেই জয় পেল তারা। 

এই ম্যাচেও মেসি ও রামোসের অভিষেক হয়নি। তবে পিএসজির জার্সিতে অভিষেক হয়েছে আশরাফ হাকিমি ও নেদারল্যান্ডের মিডফিল্ডার জর্জিনিয়ো উইনাল্ডমের𝓡। 

দলের হয়ে স্কোর শিটে নাম উঠেඣছে চার জনের। বল দখলে নিয়ে শুরুতেই চাপ সৃষ্টি করতে থাকে প্রতিপক্ষকে। ম্যাচের ২৩ মিনিটে এমবাপ্পের ক্রস থেকে গোল করেন গোলের খাতা খুলেন আন্দার হেরেইরা। অ্যাসিস্ট করলেও ঠিকই গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ব্রেস্টের দুর্বল রক্ষণকে কাজে লাগিয়ে ৩৬ মিনিটে গোল করেন এমবাপ্পে। 

ম্যাচের ৪২ মিনিটে রোমাইন ফাইব্রির ক্রস থেকে দ꧟ুর্দান্ত হেডে গোল করেন ফ্রাঙ্ক হোনোরাত। ফলে প্রথমার্ধে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। ব্রেস্ট ফরোয়ার্ড ৭১ মিনিটে সুযোগ পেয়েও গোল করতে পারেননি। ম্যাচের ৭২ মিনিটে বাম পোস্টের ভেতরে থেকে দূরপাল্লার শটে গোল করেন ইদ্রিসা গুয়ে। 

ম্যাচের ৮৫ মিনিটে স্টিভ মউনি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-২ এ। ম্যাচের যোগ ✃করা সময়ে আর্জেন্টাইন ডি মারিয়া গোল করলে ৪-২ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে পিএসজ✱ি। 

মেসি কোপা আমেরিকা জয়ের পর আর মাঠে নামেননি। আশা কর♛া যাচ্ছে সামনের ম্যাচেই পিএসজির জার্সি গায়ে মাঠ মাতাব꧒েন তিনি। 

লিগে প্রথম তিন ম্যাচেই পাঁচ গোল হজম করেছে পিএসজি। ২০০৪ সালের পর এবারই ✃এমন হয়েছে পিএসজির সঙ্গে। 

Link copied!