প্যারিস আলো করে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। পেছনে ফেলে এসেছেন বার্সেলোনার ২১ বছরের স্মৃতি। যে স্মৃতিতে রয়েছে কাতালানদের হয়ে বহু ট্রফি, বহু অর্জন। র🌼য়েছে ভালোবাসা ও বেদনার গল্পও। বার্সেলোনায় মেসির সব অর্জনই ছিল ১০ নম্বর জার্সি গায়ে।
ন্যু ক্যাম্পের সেসব স্মৃতি হয়তো আরও বহুদিন জড়িয়ে থাকবে হয়তো মেসির গায়ে। কিন্তু নতুন ক্লাবের হয়ে নতুন চജ্যালেঞ্জ ডাকছে আর্জেন্টাইন এই সুপারস্টারকে। বিশেষ করে প্যারিসের ক্লাবটির চির আরাধ্য চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ই মেসির সবচেয়ে বড় মিশন হবে। ইউরোপ সেরা এই ট্রফির জন্যই কাড়ি কাড়ি পেট্রো ডলার ওড়াচ্ছেন পিএসজির কাতারি মালিকরা।
নতুন চ্যালেঞ্জের জন্য প্রিয় বার্সেলোনাকেই বিদায় দেননি মেসি। বিদায়🐷 দিতে হয়েছে তার প্রিয় ১০ নম্বর জার্সিকেও। কারণ, পিএসজিতে ১০ নম্বর জার্সি বরাদ্দ নেইমারের জন্য। প্রিয় বন্ধু নেইমারের কাছ থেকে সেই জার্সি তো আর কেড়ে নিতে নিতে পারেন না মেসি। যদিও নেইমার নাকি মেসিকে ১০ নম্বর জার্সি দিতে চেয়েছিলেন।
মঙ্গলবার পিএসজির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন মেসি। এরপর আনুষ্ঠানিকভাবে মেসিকে পরানো হয় ৩০ নম্বর জার্সি। অর্থাৎ এখন থেকে এই জার্সি গায়েই মাঠ মাতাবেন ইতিহাস সেরা এই ফুಌটবলার।