দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে এসে টেস্ট সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে ছিল অস্ট্রেলিয়া। যার ফল দেখা গেল ওয়ানডে সিরিজের শুরুতেই। মঙ্গলবার (২৯ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া🎃র বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কোনোরকম প্রতিরোধ ছাড়াই ৮৮ রানে হেরে গেছে স্বাগতিক পাকিস্তান।
এไর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাক অধিনায়ক বাবর আজম। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে অজি দুই ওপেনার ট্রেভিস হেড ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। মাত্র ১৫ ওভারের পার্টনারশিপে শতরান পার করে দলীয় ১১০ রানে ফিঞ্চ মাত্র ২৩ রানে ফিরে যান। অপর ব্যাটার ট্রেভিস হেড শতরান পূর্ণ করেন। দলীয় ১৭১ রানে ব্যক্তিগত ১০১ রানে সাজঘরে ফিরে যান তিনি।
ট্রেভিস ফিরে গেল🌠েও বেন ম্যাকডারমট দলের ইনিংসের হাল ধরেন। তিনি ৭০ বলে ৫৫ রানের ইনিংস উপহার দেন। এছাড়া ক্যামেরন গ্রিন ৪০ ও মার্কাস স্টয়নিস ২৬ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারি🍷য়ে ৩১৩ রানে থামে অজিদের ইনিংস।
পাকিস্তানের হারিস র🍬উফ ও জাহিদ মাহমুদ ২টি করে উইকেট পান। ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ একটি⛦ করে উইকেট লাভ করেন।
রান তাড়ায় ৩১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানে ফখর জামানকে হারায়♎ পাকিস্তান। তবে দ্বিতীয় ওপেনার ইমাম-উল-হক ও অধিনায়ক বাবর আজম দলের 𝕴হাল ধরেন। দলীয় ১২০ রানে তাদের জুটি বিচ্ছিন্ন করেন সুইপসন। এক ইমাম ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ইমাম তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে ১০৩ রানে বিদায় হন। এছাড়া অধিনায়ক বাবর আজমের সংগ্রহ ৭২ বলে ৫৭ রান।
মূলত অজি🍸 তিন স্পিনার জাম্পা, সুইপসন ও হেডের কাছে পরাস্ত হয়ে পরের ব্যাটারদের মধ্যে মাত্র দুজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। ফলে ๊নির্ধারিত সময়ের আগেই ৪৫.২ ওভারে মাত্র ২২৫ রানে গুটিয়ে যায় পাকদের ইনিংস।
জাম্পা এཧকাই তুলে নেন ৪ উইকেট। এছাড়া সুইপসন ও হেডের জোড়া উইকেটে ৮৮ রানের সহজ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করল অজিরা।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন অলরাউন্ড পারফর্মেন্স করা ট্রাভিস হেড🐎।