• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিপিএল

সাকিব-ম্যাজিকে ঢাকাকে হারিয়ে শীর্ষে বরিশাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৯:৫৪ পিএম
সাকিব-ম্যাজিকে ঢাকাকে হারিয়ে শীর্ষে বরিশাল
ছবি সংগৃহীত

চলতি বাংলাদেশ প্রি♚মিয়ার লিগে (বিপিএল) মিনিস্টার গ্রুপ ঢাকার ছুড়ে দেওয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের দুর্দান্ত অর্ধশতকে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বরিশাল। আর তাতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপ💧িএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ফরচুন বরিশাল।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর🏅 শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচে জয়ের বিপল্প নেই এমন সমীকরণে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল মিনিস্টার ঢাকা। কিন্তু এক তামিম ইকবাল ছাড়া কেউ দলের হাল ধরতে পারলেন না। তার ৫০ বলে ৬৬ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করে ঢাকা।

বরিশালের পক্ষে মেহেদি হাসান র💜ানা, ডোয়াইন ব্রাভো ও শফিকুল ইসলাম দুটি এবং সাকিব-মুজি🃏ব নেন ১টি করে উইকেট।  


জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানের মাথায় সাজঘরে ফিরে যা🐠ন ক্যারিবিয় দানব ক্রিস গেইল। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন মুনীম শাহরিয়ার। লেগ স্পিনার কায়েস আহমেদের এক ওভারে এক ছয়-চার মারার পর ব্যক্তিগত ৩৭ রানে আউট হন মুনীম। 

এরপর ব্যাট করতে আসেন অধিনায়ক সাকিব। শান্তকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাদের ৮৩ রানের জ🐓ুটি দলকে জয়ের পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে যায়। সাকিব ২৯ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান।  


স্কোরকার্ড

মিনিস্টার গ্রুপ ঢাকা🍷: ২০ ওভার; ১২৮/৯; (নাঈম ৬♌, তামিম ৬৬, জহুরুল ২, মাহমুদউল্লাহ ৩, শামসুর ৩, শুভাগত ২১*, ওমারজাই ২, কায়েস ৮, শফিউল ০, রুবেল ৬); (মুজিব ৪-০-১৫-১, শফিকুল ৪-০-৩৬-২, শান্ত ১-০-৯-০, সাকিব ৪-০-২১-১, ব্রাভো ৪-০-১৮-২, জিয়াউর ১-০-১৩-০, রানা ২-০-১২-২)।

ফরচুন বরিশাল: ১৫.৩ ওভার; ১২৯/২; (মুনিম ৩৭, গেইল ৭, শান্ত ২৮*, সাকিব ৫১*); (রুবেল ৩-০-১৬-০, ফজলহক ২.৩-০-২২-০, শফিউল ৪-০-২৬-১, কায়েস ১-০-১৫-১, ওমারজাই ২-০-২৯-০, মাহমꦡুদউল্লাহ ৩-০-১৭-০)।

ফলাফল: ফরচুন বরিশাল ২৭ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ী।

Link copied!