• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শিরোপা নির্ধারণী মঞ্চে হবে ব্যক্তিগত সেরা হওয়ার লড়াইও


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ১১:৩৪ পিএম
শিরোপা নির্ধারণী মঞ্চে হবে ব্যক্তিগত সেরা হওয়ার লড়াইও

সিলেট থেকে: রাত পোহালে সবুজে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসবে নারী এশিয়া কাপের ফাইনাল। টুর্নামেন্ট সেরা হওয়ার লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা ও ভারত। শুধু কি টুর্নামেন্ট সেরা🦹? টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলার হওয়ার লড়াইও চলবে এইদিন।

শনিবার (১৫ অক্টোবর) শ্রীলঙ্কা-ভারত লড়াইয়෴ে টুর্নামেন্টের সেরা ব্যাটার হওয়ার লড়াইয়ে থাকবেন দু’জন🔴- জেমিমা রদ্রিগেজ আর হার্শিদা সামারাবিক্রমা। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৫ ইনিংসে ৭১.৬৬ গড়ে করেছেন ২১৫ রান। দুই ম্যাচে নট আউট ছিলেন এই ব্যাটার।

দ্বিতীয় স্থানে থাকা হার্শিদা সামারাবিক্রমাও অবশ্য খুব একটা পিছিয়ে নেই। মাত্র ১৪ রানে পিছিয়ে থাকা এই ব্যাটার সমানসংখ্যক ম্যাচে করেছেন ২০১ রান। নিয়মিত রান পাওয়া এই ব্যাটারের গড় অဣবশ্য ৩০ এর নিচে, ২৮.৭১।

হার্শিদা কিংবা জ⛄েমিমা রদ্রিগেজের চেয়ে খুব একটা পিছনে নেই শেফালি ভার্মা। ভারতীয় এই ওপেনারের ব্যাট থেকে এখন পর্যন্ত এসেছে ১৬১ রান। ফাইনালে বড় কোনো ইনিংস খেলতে পারলে জেমিমা আর হার্শিদাকে পিছনে ফেলার সুযোগ থাকছে🍨 তার সামনেও।

বোলিংয়ের শ♌ীর্ষ দুই স্থানও ধরে রেখেছেন যথাক্রমে ভারত ও শ্রীলঙ্কার দুইজন। তারা হলেন- দীপ্তি শর্মা ও ইনোকা রানাওরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। সম্প্রতি ইংল্যান্ড সফরে মানকাডিং আউট করে আল🅰োচনায় আসা এই স্পিনার এখন আছেন ফর্মের তুঙ্গে।

দুই নম্বরে থাকা ইনোকাও খুব একটা প🎉িছিয়ে নেই। মাত্র এক উইকেট কম শিকার করেছেন তিনি। টুর্নামেন্টে তার বোলিংয়ে ভর করেই এগ🐻িয়ে চলছে শ্রীলঙ্কা। ফাইনালেও তার উপরই ভরসা থাকবে লঙ্কানদের।

দীপ্তি কিংবা ইনোকার সাথে লড়াইয়ে অবশ্য কেউ নেই। তাই দু’জনের শীর্ষ দুই স্থান হারানোর কোনো শঙ্কা নেই। তবে ব্যক্তিগত লড়াইয়ের চেয়ে দলগত অর্জনকে প🔯্রাধান্য দিয়েই মাঠে নামবেন, তা একরকম নিশ্চিত করেই বলা যায়।

Link copied!