চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম রাউন্ডের খেলা শনিবার (১২) শেষ হয়েছে। ব্যাট-বলে ছয় দলের ৩০ 🏅ম্যাচের লড়াই শেষে পয়েন্ট টেবিলের সেরা চার দল প্লে অফে খেলবে। দলগুলো হল- ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা বিপ🍃িএলের এই ৩০ ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন মিনিস্টার ঢাকার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আর বল হাতে ব্যাটারদের আতঙ্কের নাম মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি রয়েছেন।
জমজমাট এই প্রথম রাউন্ড🔯ে দেখা মিলেছে ৪টি সেঞ্চুরির। একমাত্র বাংলাদেশি হিসেবে শতরানের দেখা পেয়েছেন তামিম ইকবাল। তিনিই প্রথম রাউন্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে বল হাতে একমাত্র ফাইফার নেওয়া মোস্তাফিজুর রহমানই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি।
বিপিএলের এবারের আসরে দেখা মিলেছে ৪ টি শতকের। যার মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে শতরানের দেখা পেয়েছেন তামিম। মিরপুরে বৃষ্টি🎉র কারণে পরিত্যক্ত হয়েছিল মিনিস্টার ঢাকার একটি ম্যাচ। সেটি বাদ দিলে বাকি ৯ ম্যাচে ইনিংসের সূচনা করতে নেমে ৫ বার পঞ্চাশ ছাড়ানো তামিম সবমিলিয়ে করেছেন ৪০৭ রান।
আসরে এখন পর্যন্ত তামিম একাই ৪০০ এর বেশি রান করেছেন। তবে তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংলিশ তরুণ উইল জ্যাকস। তিনি ১০ ম্যাচꦕে ৪ ফিফটিতে করেছেন ৩৯৮ রান। এলিমিনেটর ম্যাচেই তামিমকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে জ্যাকসের সামনে।
এছাড়া যথাক্রমে সিলেট সানরাইজার্সের দক্ষিণ আফ্রিকান ব্যাটার কলিন ইনগ্রাম ৩৩৩, ক্যারিবিয় ওপেনার আন্দ্রে ফ্লেচার ৩৩০ ও ཧআরেক বাংলাদেশি এনামুল হক বিজয় ২৮০ রান করে রয়েছেন সেরা পাঁচে।
এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক
(১) তামিম ইকবার (মিনিস্টার ঢাকা) - ৯ ইনিংসে ৫৮ গড়ে ৪০৭ রান
(২) উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - ১০ ইনিংসে ৪৪ গড়ে ৩৯৮ রান
(৩) কলিন ইনগ্রাম (সিলেট সানরাইজার্স) - ৯ ইনিংসে ৪১ গড়ে ৩৩৩ রান
(৪) আন্দ্রে ফ্লেচার (খুলনা টাইগার্স) - ১০ ইনিংসে ৪৭ গড়ে ৩৩০ রান
(৫) এনামুল হক বিজয় (সিলেট সানরাইজ𓄧ার্স) - ৯ ইনিংসে ৩১ গড়ে ২৮০ রান
অনღ্যদিকে বোলিংয়ে দাপট দেখিয়েছেন টেবিলের শীর্ষস্থানীয় দুই দল বরিশাল ও কুমিল্লার বোলাররাই। এছাড়া সেরা পাঁচে আছেন প্লে অফের বাকি দুই দল খুলনা ও চট্টগ💧্রামের একজন করে বোলার। দশ বা তার বেশি উইকেট নিয়েছেন ১২ জন বোলার।
তবে ম্যাচে একবার ৫ উইকেট নেয়া মুস্তাফিজ রয়♎েছেন সর্বোচ্চ উইকেটশিকারির শীর্ষে। ৮ ম্যাচে বোলিং করে ১৭ উইকেট নিয়েছেন কাটার মাষ্টার। তার পরের স্থানে রয়েছে বরিশালের ডোয়াইন ব্রাভো ৮ ম্যাচে ১৬ উইকেট। সেরা পাঁচের বাকি বোলাররা হলেন বরিশালের সাকিব আল হাসান (৯ ম্যাচে ১৫ উইকেট), চট্টগ্রামের 🅘মৃত্যুঞ্জয় চৌধুরী (৬ ম্যাচে ১৩ উইকেট) ও খুলনার থিসারা পেরেরা (১০ ম্যাচে ১৩ উইকেট)।
এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি
(১) মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ৮ ম্যাচে ১৭ উইকেট
(২) ডোয়াইন ব্রাভো (ফরচুন বরিশাল) - ৮ ম্যাচে ১৬ উইকেট
(৩) সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) - ৯ ম্যাচে ১৫ উইকেট
(৪) মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - ৬ ম্যাচে ১৩ উইকেট
(৫) থিসারা পেরেরা (খুলনা টাইগার🍬্স) - ১০ ম্যাচে ১৩ উইকেট