ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার (২৭ মে) রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রাজস্থান রয়্যালস মাঠে নেম꧃েছিল। জশ বাটলারের সেঞ্চুরিতে ৭ উইকেটে ম🧸্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেছে রাজস্থান।
টস জিতে রাজস্থান প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায়। দুই ওপেনার ♛বিরাট কোহলি ও অধিনায়ক ফ্যাফ দু প্লেসি ওপেনিং শুরু ಞকরেন। তবে শুরুতেই হোঁচট খায় তারা। দলীয় ৯ রানে কোহলি সাজঘরে ফেরেন। রজত পতিধরকে সঙ্গে নিয়ে অধিনায়ক প্রাথমিক বিপর্যয় সামাল দেন। রজত অর্ধশতকের দেখা পেলেও ব্যক্তিগত ৫৮ রানে জশ বাটলারের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাকে।
বেঙ্গাল🍷ুরর পক্ষে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। দু প্লেসির ২৫, গ্লেন ম্যাক্সওয়েলের ২৪ ও শাহবাজ আহমেদের ১২ ছাড়া বাকি ব্যাটাররা দুই অঙ💛্কের ঘরে পৌঁছানোর আগেই আউট হন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বেঙ্গালুরুর ইনিংস থামে ১৫৭ রানে।
১৫৮ রানের ল🦋ক্ষ্যে খেলতে নেমে রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জশ বাটলার দারুণ শুরু করেন। দলীয় ৬১ রানে ব্যক্তিগত ২১ রানে জয়সওয়াল ফেরত যান জশ হ্যাজেলউডের বলে। বাটলার সাঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে রানের খাতা সচল রাখেন। দ🍃লীয় ১১৩ রানে স্যামসন (২৩) আউট হন। বাকি কাজটুকু দেবদত্ত পদিকলকে নিয়ে সারেন বাটলার।
বাটলারের ব্যাট থে💙কে আসে ঝলমলে শতরানের ইনিংস। মাত্র ৬০ বলে ১০৬ রান করেন তিনি। ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ৬টি ছয়ে। এই নিয়ে এক আসরে ৪ সেঞ্চুরির মালিক হলেন তিনি। আইপিএলের এক আসরে কোহলি ২০১৬ সালে ৪ সেঞ্চুরি করেছিলেন। সাবেক ভারতীয় অধিনায়কের সামনেই বাটলার তার রেকর্ড ছুঁয়ে দিলেন। এর আগের ম্যাচেও ৮৯ রানের দারুণ ইনিংস উপহার দেন তিনি।
রোববার (২৯ মে) শিরোপার লড়াইয়ে গুজরাট টাইটা♕নসের মুখোমুখি হবে রাজস্থান। ১৪ বছর পর ফাইনালে উঠল দলটি।