ম্যাচে জয়ের বিপল্প নেই এমন সমীকরণে ফরচুন বর🗹িশালের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল মিনিস্টার ঢাকা। কিন্তু এক তামিম ইকবাল ছাড়া কেউ দলের হাল ধরতে পারলেন না। তার ৫০ বলে ৬৬ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে ঢাকা।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের বরিশালের বিপক্🐭ষে উদ্ভোধনী জুটিতে ব্যাট করতে নামে ঢাকার দুই ওপেনার ত🐟ামিম ইকবাল ও মোহাম্মদ নাইম।
ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন নাঈম🥃। এরপর জহরুল ইসলামকে নিয়ে ধীর গতিতে এগুতে থাকেন তামিম। কিন্তু অপর পাশে কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারছিলেন না। একে একে বিদায় নেন জহরুল, মাহমুদুউল্লাহ ও শামসুর রহমান।
ইনিংসের ১৭তম ওভারে তামিম ৫০ বলে ৬৬ রানে করে বিদায় নিলে বড় স্কোর থেকে বঞ্চিত হয় ঢাকা। শেষ পর্যন্ত নির্ধার💛িত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে ঢাকা।
বরিশালের পক্ষে মেহেদি হাসান রানা, ডোꦺয়াইন ব্রাভো ও শফিকুল ইসলাম দুটি এবং সাকিব-মুজিব নেন ১ টি করে উইকেট।