কৃত্রিম বুদ্♒ধিমত্তায় কাজে লাগে, এমন সব ধরনের চিপ চীনের কাছে বিক্রি না করতে নির্দেশ দিয়েছে বাইডেন প𓂃্রশাসন।
সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের প্রধান দুই চিপ নির্মাতা🃏 প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডিকে এ বিষয়ে নির্দেশনা প💃াঠানো হয়েছে।
এই নির্দেশনার আওতায় আছে এনভিডিয়ার এ১০০ ও এইচ১০০ এবং এমডির এমআই ১০০ ও এমআই ২৫০ মডেলের চিপসেট। তাৎক্ষণিভাবে এই চিপগুলোর চালান বন্ধেরও তাগিদ দেওয়া🐼 হয়েছে।
এনভিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর চীনের সঙ্গে ৪ কোটি ডলারের বাণিজ্য হওয়ার কথ🐽া ছিল তাদের। এই সিদ্ধান্তের ফলে তা আর𒉰 সম্ভব হবে না।
তবে এএমডি কর্তৃপক্ষ বলছে, সরকারের নতুন এই সিদ্ধান্ত তাদ♛ের ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলবে না।
এদিকে এই ঘোষণার পর এনভিডিয়া ও এএমডি কোম্পানি দুটির𝐆 শেয়ার দাম কমেছে যথাক্রমে ৬.৬ ও ৩.৭ শতাংশ।
যুক্তর♔াষ্ট্রের নতুন এই সিদ্ধান্তে রাশিয়ার কাছেও এআই চিপ বিক্রি না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে রাশিয়ার সঙ্গে তা🦂দের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই বলে জানিয়েছে ক্যালিফর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠান দুটি।