অ্যাপলের নতুন ‘আ🥂ইফোন ১৫’ উৎপাদন শুরু হতে যাচ্ছে ভারতে। অ্যাপলের সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকনের তামিলনাড়ু কারখানায় তৈরি করা হবে নতুন এই ফোন।
বুধবার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব🐽্লমবার্গ এক প্রতিবেদনে জানায়, ফক্সকন আগে চীনের কারখানায় আইফোন উৎপাদন করত। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনার কারণে অ্যাপল চায় না আইফোন উৎপাদনের ক্ষেত্রে শুধু চীনের ওপর নির্ভরশীল থাকতে। যার ফলে উৎপাদনের জন্য অন্য দেশে কারখꦕানা স্থাপনে আগ্রহী হয়। চীনের বিকল্প হিসেবে তারা ভারতকে বাছাই করে।
চলতি বছর ভারতের প্🍸রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফর করেন। তখন অ্যাপলের প্রধান নির্বাহী টি🔴ম কুক মোদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর টিম কুক বলেছিলেন যে, ভারত তাদের জন্য ‘বিশাল সুযোগ।’
ব্লুমবার্গকে 🎶নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, ফক্সকন ভারতের কারখানায় তৈরি আইফোন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অ্যাপেল🐓ের কাছে পৌঁছে দিতে পারবে।
সাম্প্রতিক সময়ে অ্যাপল ভারতে তাদের উৎপাদন বাড়িয়💧েছে। গত অর্থ বছরে ৭ বিলিয়ন ডলার মূ🌳ল্যের আইফোন তারা ভারতে উৎপাদন করেছে বলে জানিয়েছে ব্লমবার্গ।