বছরজুড়েই আবিষ্কারে মগ্ন থাকেন গবেষকরা। বিস্তর গবেষণাও করছেন প্রতিনিয়ত। নতুন নতুন আবিষ্কারের পেছনে ছোটেন। এরই মধ্যে কিছু আবিষ্কার আলোচনায় উঠে আসে। বছরের সেরার খেতাব পায় এই সেগুলো। ২০২১ সালেও সেরার তালিকায় উঠে এসেছে কিছু আবিস্কারের নাম।
চলতি ব🐭ছর সেরার তালিকায় উঠে আসা এমন ১০ আবিস্কারের কথা থাকছে আজকের আয়োজনে।
বুয়েটের অক্সিজেট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহযোগী অধ্যাপক তওফিক হাসানসহ মীমনুর রশিদ, কাওসার আহমেদ, ফারহান মুহিব ও কায়সার আহমেদ বুয়েটের বায়োমেডিকেল বিভাগের এই চার শিক্ষার্থী মিলে আবিষ্কার করে ‘অক্সিজেট’। তিন ধাপের সফলতার পর ২০২১ সালের জুলাইয়ে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) অক্সিজেট উৎপাদন ও ব্যবহারের জন্য ‘সীমিত’ অনুমোদন দেয়। বর্তমানে বুয়েটে একটি অত্যাধুনিক ল্যাব তৈরি এবং অক্সিজেট যন্ত্রের উন্নয়নে আর্থিক সহায়তা করছে প্রেরণা ফাউন্ডেশন। বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্টে ফাইনালিস্ট, যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইনোভেশন ফোরামের সেরা স্টার্টআপ প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্বের সেরা ১৫-তে, যুক্তরাষ্ট্রের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সোসাইটির প্রতিযোগিতায়ও বিশ্বে সেরা ৩-এর মধ্যে ছিল বুয়েটের এই আবিষ্কারটি। জনস হপকিনস বিশ্ববিদ্যꦗালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে আমন্ত্রণও জানানো হয়। সেখানে এই গবেষণা প্রকল্পটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করে আন্তর্জাতিক অঙ্গন।
আনন্দপুরে গ্যাসক্ষেত্র
চলতি বছর সিলেটের জকিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। সিলেট থেকে ৯২ কিলোমিটার দূরের সীমান্তবর্তী গ্রাম আনন্দপুর। এই গ্যাসক্ষেত্রে ২০২১ সালের ১ মার্চে অনুসন্ধান কূপ খনন শুরু হয়। ৭ মে খননকাজ শেষ হয়। এতে চারটি স্তরে পরীক্ষা-নিরীক্ষার পর ৩টিতে গ্যাস পাওয়া যায়নি। একটি স্তরে বাণিজ্যিকভাবে উত্তোলনের মতো গ্যাস পাওয়া য🏅ায়। চলতি বছর ৯ আগস্ট সরকারিভাবে এই গ্যাসক্ষেত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সঞ্চালনের লক্꧑ষ্যে এরই মধ্যে পাইপলাইন নির্মাণের প্রকল্প নিতে নির্দেশনা দিয়েছে জ্বালানি বিভাগ। এখানে ৩৫ কিলোমিটার পাইপলাইন নির্মাণ হবে। বাপেক্স সূত্রে জানা গেছে, জকিগঞ্জে ২ হাজার ৯৮১ মিটার খনন করা হয়। এর মধ্যে ২ হাজার ৮৭২ মিটার অংশ থেকে গ্যাস পাওয়া গেছে। খননকাজে প্রতিদিন গড়ে ৩০০ মানুষ কাজ করেছেন।
ড্রোনের নকশা করে আন্তর্জাতিক পুরস্কার
ড্রোনের নকশা করে এই বছর আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৪ শিক্ষার্থী। এরা হলেন কুয়েটের যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের নিলয় নাথ, জাহিদ হাসান, শাহিনুর হাসনাত ও আয়াজ আল আবরার। তারা দলীয়ভাবে এই কাজটি করেছেন, সেই দলের নাম ছিল ‘অকুতোভয়’।
ড্রোনটির ওজন ১০ কেজি। একটানা উড়তে পারবে ৪০ কিলোমিটার পর্যন্ত। এর সঙ্গে যুক্ত করা হয়েছে ৫০ গ্রাম ওজনের করোনার টিকা রাখার বাক্স। যার মাধ্যমে ২০০টি করোনা টিকার বোতল বহন করা সম্ꩲভব। বাক্সের ভেতর তাপমাত্রা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। ড্রোন নকশার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কার্বন ফাইবার। ফলে ড্রোনের ওজন তুলনামূলক কম, কাঠামোও শক্তিশালী। ড্রোনের সঙ্গে লাগানো টিকার বাক্সে থাকছে রেফ্রিজারেশন পদ্ধতি। এতে টিকা আরও নিরাপদ থাকবে🧜।
চলতি বছর ১৮ এপ্রিল ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত ‘কগনিজেন্স ২১’ নামে প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতার আয়োজন করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), কুয়েট, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিসহ দেশের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশ নেয়। কুয়েটের এই ৪ শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। প্রতিযোগিতায় প্রথম হন ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজির ৪ শিক্ষার্থী। তারা চ♐ালকবিহীন বিমান তৈরি করেন।
মাছের চানাচুর
মাছের চানাচুর বানিয়ে এই বছর আলোচনা এসেছেন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। কাঁচকি মাছ দিয়ে তৈরি এই চানাচুর স্বাদেও বেশ সুস্বাদু। শুধু চানাচুরই নয়, বাদাম ও তিলের বার বা খাজা তৈরিতেও গবেষকরা ব্যবহার করেছেন কাঁচকি মাছ। গবেষকরা জানান, প্রিয় খাবারের সঙ্গে প্রাণিজ আমিষের মিশ্রণ করে দেওয়ার পরিকল্পনা থেকেই কাঁচকি মাছ দিয়ে নতুন কিছু করার চিন্তা হয়। প্রাণিজ আমিষের অন্যান্য উপাদানের মধ্যে যেকোনো মাছ অধিক পুষ্টিকর এবং এতে স্বাস্থ্যঝুঁকি কম।
মাছ প্রক্রিয়াজাতকর𝓀ণের মাধ্যমে শিশুদের প্রাণিজ আমিষ জোগাতে এসব খাদ্যপণ্য তৈরি করেছেন গবেষকেরা। এই খাবার তৈরির পেছনে প্রধান ভূমিকা রেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের শিক্ষক মো. নূরুল হায়দার ও মো. মোবারক হোসেন। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় এক বছর গবেষণা করে তারা সফল হয়েছেন। প্রধান গবেষক মো. নূরুল হায়দার বলেন, “কিছুটা ভিন্ন স্বাদ পাওয়া যাবে, অন্যদিকে পূরণ হবে আমিষের ঘাটতি। কাঁচকি মাছে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। যা হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে। এসব পণ্যে মাছের গন্ধ থাকে না। ভালোভাবে প্যাকেটজাত করলে এগুলো দু-তিন মাস পর্যন্ত খাওয়ার উপযোগী থাকে।&rdqu𓃲o;
‘ড্রাগনম্যান’ প্রজাতির ফসিল
১ লাখ ৪০ হাজার 🍨বছরের বেশি আগের একটি মাথার খুলি প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করেন গবেষকেরা। উত্তর-পূর্ব চীনে এ খুলি উদ্ধার করা হয়। গবেষকরা জানান, আদিম মানুষের একটি নতুন প্রজাতির প্রতিনিধিত্ব করে এটি। যার সঙ্গে আধুনিক মানুষের মিল রয়েছে। ২০২১ সালের জুন মাসে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গবেষকরা জানান, খুলিটি মূলত বড় মস্তিষ্কের। ৫০ বছর বয়সী কোনো পুরুষের। তার মুখ প্রশস্ত হলেও অনেকটাই সমতল। গভীর চোখ, ললাট আর নিচু গালের হাড়ের কারণে আধুনিক মানুষের সঙ্গে এর মিল রয়েছে। গবেষকরা এ প্রজাতিকে বলছেন ‘হোমো লংগি’ বা ‘ড্রাগনম্যান’। দ্য ইনোভেশন সাময়িকীতে বলা হয়, খুলিটি ১ লাখ ৪৬ হাজার বছরের পুরোনো। এটি মধ্য প্লাইস্টোসিন যুগের। ড্রাগনম্যানরা সম্ভবত ছোট ছোট গ্রুপে প্লাবনভূমির পরিবেশে বাস করত। মূলত তারা শিকারি ছিল।
স্বেচ্ছায় মৃত্যুর যন্ত্র সারকো মেশিন
মরণব্যধিতে আক্রান্ত কিংবা মরণেচ্ছু ব্যক্তিদের যন্ত্রণাহীন স্বেচ্ছামৃত্যুর সুযোগ দিতে তৈরি হয়েছে নতুন যন্ত্র সারকো মেশিন। এই বছর সেই যন্ত্রটির অনুমোদন দিয়েছে সুইজারল্যান্ড। এই যন্ত্রটি বৈজ্ঞানিক উপায়ে দ্রুততম সময়ের মধ্যে মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, ক্যাপসুলের মতো দেখতে এই যন্ত্রে প্রবেশের পর শুরুতে মানবদেহে অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেওয়া হবে। একই সঙ্গে রক্তে কমে যাবে কার্বন-ডাই-অক্সাইডের। এই প্রক্রিয়ায় শরীর অচেতন হয়ে পড়ায় পেশিশক্তি ব্যবহার কোনো সুযোগ থাকে না। ফলে ধীরে ধীরে মৃত্যুর কোলে🐬 ঢলে পড়বেন স্বেচ্ছামৃত্যুর ইচ্ছাপোষণকারী ব্যক্তি। এক মিনিটেরও কম সময়ে এই ‘যন্ত্রণাহীন স্বেচ্ছামৃত্যু’ প্রক্রিয়া সম্পন্ন হবে। এর নির্মাতা স্বেচ্ছাসেব൲ী সংগঠন এক্সিট ইন্টারন্যাশনাল। ফিলিপ নিৎসে এই যন্ত্র উদ্ভাবনের নেপথ্যে রয়েছেন।
সূর্যের তাপ প্রতিরোধী ‘সাদা রং’
বিশ্বের ‘সবচেয়ে সাদা’ তৈরি করলেন যুক্তরাষ্ট্রের পুরদু বিশ্ববিদ্🗹যালয়ের গবেষকরা। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে এই আবিষ্কার। এয়ারকন্ডিশনারের বিকল্প হিসেবে বাড়িতে এই রং ব্যবহার করা যাবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও এটি বিশেষ ভূমিকা রাখবে বলে দাবি গবেষকদের। তারা আরও দাবি করেন, বাজারের সাধারণ রং যেখানে ৮০ ভাগ পর্যন্ত তাপ শোষণ করে, সেখানে ৯৮ দশমিক ১ ভাগ পর্যন্ত সূর্যের তাপ প্রতিফলিত করতে পারে নতুন এই রং। এটি সূর্যের ক্ষতিকারক ইনফ্রারেড রশ্মিও ঠেকাতে সক্ষম। 🍎গবেষকরা জানান, ব্যারিয়াম সালফেটের নির্দিষ্ট ঘনত্ব ও আকারের অণু থেকে এই রং তৈরি করেন পুরদু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্ট করা সেতু
এই বছর নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে উন্মোচন করা হয়েছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি বিশ্বের প্রথম সেতু। স্বয়ংক্রিয় সেতুটি পথচারী ও যানবাহন পারাপারের সময় ওজন, তাপমাত্রাসহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে সক্ষম। নিউ সিভিল ইঞ্জিনিয়ার ডটকম জানায়, পুরো সেতুটি রোবোটের মাধ্যমে মুদ্রণ করা হয়েছে। সেতুজুড়ে রয়েছে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত বিশেষ সেন্সর নেটওয়ার্ক। যার মাধ্যমে সেতুর উপরে চলাচলরত সবকিছু পর্যবেক্ষণ করা যাবে। অ্যালান ট্যুরিং🍌 ইনস্টিটিউটের ডেটা-সেন্ট্রিꦑক ইঞ্জিনিয়ারিং (ডিসিই) এর উদ্যোগে সেতুটি তৈরি হয়েছে। প্রকল্পের আরও যুক্ত ছিল থ্রিডি প্রিন্টিং প্রতিষ্ঠান এমএক্স-থ্রিডি। নকশা করেছে জরিস লারমান ল্যাবস। গবেষকরা এই প্রকল্পে অটোডেস্কের সফ্টওয়্যারেরও সাহায্য নেন।
ওয়েদার অ্যালার্ট ‘নাওকাস্টিং সিস্টেম’
আবহাওয়ার পূর্বাভাস পেতে এই বছর নতুন প🍃্রযুক্তি যুক্ত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাসের পেতে সহায়তা দিবে এই প্রযুক্তি। যার নাম ‘নাওকাস্টিং সিস্টেম’। নতুন এই প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে আসন্ন ঘূর্ণিঝড়, এমনকি বন্যার পূর্বাভাসও পাওয়া যাবে। বিজ্ঞান সাময়িকী ‘নেচার’ এ প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গুগলের মালিকানাধীন ল𒁃ন্ডনের এআই ল্যাব ডিপমাইন্ড, ইউনিভার্সিটি অফ এক্সেটার এবং যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিসের গবেষকরা নতুন এই প্রযুক্তির আবিষ্কার করেন। গবেষকরা জানান, শতকরা ৮৯ ভাগ ক্ষেত্রেই এআই সিস্টেমটি সঠিক পূর্বাভাস দিতে পারে। তাই স্বল্প সময়ে নিখুঁত আবহাওয়ার পূর্বাভাস মানুষকে নিরাপদে থাকতে সাহায্য করবে।