দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন আগারগাঁও তালতলা-তে । শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ২টার পর ‘স্বপ্ন’র ﷽৩৯৬তম নতুন এই আউটলেট উদ্বোধন করা 𒊎হয়।
নতুন এ আউটলেট উদ্বোধনের সময় স্বপ্নর হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মো. সেলিম আক্তার, রিজিওনাল হেড অফ অপারেশন সಌমীর ঘোষ সানি, রিজিওনাল ম্যানেজার অফ অপারেশন মোহাম্মদ আকবার হোসেন ও তানভীর আহমেদ পাভেলসহ অনেকে উপস্থিত ছিলেন।
‘স্বপ্ন♛’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানকার সব গ্রাহক স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় `স্বপ্ন`।”
স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, “উদ্বোধন উপল🗹ক্ষে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ🎃 মূল্যছাড়।”
হ🐻োম ডেলিভার𒐪ির জন্য যোগাযোগের নম্বর : ০১৭০৮-১৩৮৪৮৩। আউটলেটের পুরো ঠিকানা : হোল্ডিং নাম্বার : ৯৭/৩, পশ্চিম কাফরুল, শেরেবাংলানগর, তালতলা, আগারগাঁও, ঢাকা। ‘বিজ্ঞপ্তি’