সিঙ্গাপুরে কাজে কর্মরত অবস্থায় মোবাইল ক্রেনের ফিতা ▨ছিঁড়ে এক দুর্ঘটনায় জয়দেব মালাকার (৩৬) নামের এক ব𒅌াংলাদেশি প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) বাংলাদেশের সময় দুপ🔯ুর তিনটার দিকে দেশটির এসএইচ ডিজাইন ও বিল্ড (কোম্পানি) বেনোই সেক্টর এলাকায় কাজ করার সময়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়দ🐽েব মালাকার পটুয়াখালীর মির্জাগঞ্💞জ উপজেলার মির্জাগঞ্জ গ্রামের বাসিন্দাজগদিস মালাকারের জ্যেষ্ঠ ছেলে।
নিহতের সহকর্মী মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামের প্রবাসী তারেক মাহমুদ মুঠোফোনে জানান, শুক্রবার দুপুর তিনটার দিকে কোম্পানির মালামাল উচুঁ বিল্ডিংয়ে লোড-আনলোড করার সময়ে মোবাইল ক্রেন ফিতা ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু꧋ হয় তার। মরদেহ দেশে পাঠাতে সময় লাগবে।
প্রতিবেশী বাবু বিজয় মাস্টার জানান📖, জয়দেব প্রবাস জীবন সিঙ্গাপুরে ১০ বছর শেষ করে দেশে আসেন। প⛄রে সিঙ্গাপুরে গেছেন আরও ২ বছর হলো। তার বাবা-মা ও তার স্ত্রী এবং দুই ছেলে রয়েছে।
মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুল রব কারী বলেন, খবরটা শুনে খুব খারাপ লাগছে। পরিবারের উন্নতি ও জীবিকার তাগিদে কয়েক বার বিদেশে গিয়েছে। তার বাবা একজন বৃদ্ধ মানুষ। ﷽এখন ছেলেকে কফিনবন্দী হয়ে ফিরতে হচ্ছে দেশে। মরদেহ দেশে আনতে এখান থেকে ইউনিয়ন পরিষদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে তা ক🅷রা হবে।