‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারের নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবদুꦺল গাফফার চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা ⛄হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়াজনিত কারণে আবদুল গাফফার চৌধুরীকে লন্ডনের নর্থ পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসকদের পর্যব🍎েক্ষণে আছেন।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম জানান, আবদুল গাফফার চৌধুরী অসু𒈔স্থ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তাঁর দ্রুত সুস্থতার𒈔 জন্য পরিবারের পক্ষ থে‌কে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
৮৬ বছর বয়সী আবদুল গাফফার চৌধুরী বার্ধক্♒য জনিত নানা সমস্যায় ভুগলেও নিয়মিত লেখালে‌খি চালি&zwnj🍨;য়ে যাচ্ছেন।
যুক্তরা&zw𝓰nj;জ্যে বসবাস করা আবদুল গাফফা🅰র চৌধুরী স্বাধীনতা পদক, একুশে পদকেও ভূষিত হয়েছেন।