• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মানবপাচার মামলায় জামিন পেলেন ইভা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৮, ২০২২, ০৬:১৫ পিএম
মানবপাচার মামলায় জামিন পেলেন ইভা

মানবপাচার আইনে দায়ের করা মামলায়♋ জামিন পেয়েছেন সংগীতশিল্পী ইভা আরমান। রাজধানীর গুলশান থানায় করা এই মামলায় আগাম জামিন পেলেন তিনি। তবে ছয় সপ্তাহ পর নারী ও শিꦅশু আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে তাকে।

মঙ্গলবার (২৮ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদে൲শ দেন।

আদালতে ইভা আরমান꧒ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও ব্যারিস্টার অর্পণ চক্রবর্তী ও অ্যাডভোকেট শুভজিৎ ব্যানার্জি।

বিষয়টি নিশ্চিত করে অর্পণ চক্রবর্তী জানা𒉰ন, গত ২৫ জুন রাজধানীর গুলশান থানায় ইভা আরমানসহ ২০  বিরুদ্ধে মানবপাচཧার আইনে মামলা দায়ের করা হয়। এসআই আনোয়ার হোসেন খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, গুলশানের ই♊ভারোজ ভবনে ইভা আরমানসহ আসামিরা যোগসাজশে স্পা সেন্টারের নামে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। তারা কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণীদের দিয়ে পতিতাবৃত্তি ও অসামা🐻জিক কার্যকলাপ পরিচালনা করতেন।

সাবেক স্বামী এটিএন বাংলার চেয়ারম্🍌যান ড. মাহফুজুর রহমানের নামের পদবি যোগ করে ইভা থেকে ইভা রহমান হয়েছিলেন। তাদের বিচ্ছেদের পর এ নামে আর নিজেকে পরিচিত করতে চান না ইভা। এরপর সোহেল আরমান নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। এরপর থেকে তিনি নিজেকে ইভা আরমান নামে পরিচয় দেন।

Link copied!