চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৩ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএস𝕴ই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৪০টি কোম্পানি। এসব কোম্পানির ২৬ কোটি ৮১ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর মোট ৭১ ল⛎াখ ২০ হাজার ৯৯৪টি শেয়ার ৬০বার হাতবদল হয়ে🐲ছে।
এছাড়া কোম্🥂পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৯৫ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে সোনালী পেপারস এন্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটি ৫টি ট্রেডে ১০ লাখ ৬ হাজার ৯০ꩵ০টি শেয়ার হাতবদল হয়েছে।
অপর দি�🐽�কে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে ফার্মাএইড লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার শেয়ার। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৮২৭টি শেয়ার।