• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ডলারের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২২, ০১:৫৩ পিএম
ডলারের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই

ডলারের বিপরীতে দিন দিন কমছে টাকার মান। খোলা বাজဣারে ডলারের দাম আবারও ১০০ টাকার কাছাকাছি পৌঁছেছে। ব্যাংকগু‌লো‌তেও নগদ ডলার ৯৬ থে‌কে ৯৮ টাকা ৯০ পয়সা পর্যন্ত ব꧂ি‌ক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বাজার থেকে এক ডলার কি🤡নতে ৯৮ টাকা ৬৫ পয়সা থেকে ৯৯ টাকা ৬০ পয়সা খরচ হ꧑য়েছে।

খুচরা ডলার ব্যবসায়ীরা জানান, খোলা বাজারে ডলারের চা🍰‌হিদা বে‌শি থাকলেও স𝔉রবরাহ কম। তাই ডলারের দর বাড়তির দি‌কে।

এর আগে, চল‌তি বছ‌রের ১৭ মে খোলা বাজারে ডলারের দ𝓀র ১০০ টাকা ছাড়িয়ে যায়। সেদিন বাজার থেকে এক ডলার কিনতে ১০০ টাকা ৫০ পয়সা থেকে ১০১ টাকা দꦡিতে হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, ব্যাংকগুলোর চা‌হিদা অনুযায়ী ডলার বি‌ক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৯৩ টা🥀🃏কা ৯৫ পয়সা দ‌রে মোট ১৩৫ মি‌লিয়ন ডলার বি‌ক্রি হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকℱা 🦹৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এর পর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়, যা এখন পর্যন্ত অব্যাহত আছে।

Link copied!