ব্যবসার নামে🃏 ই-কমার্স প্রতিষ্ঠ🃏ানগুলোতে গ্রাহকরা যেভাবে প্রতারিত হচ্ছেন, সে জন্য গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুꦿর রহিম ও বিচারপতি ম🌃ুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।
ফোনালাপে আড়িপাতা নিয়ে রিট শুনানি চলাকালে আদালত এ কথা বলেন। এসময় রিটের পক্ষে শুনানি ক💛রেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারღেল বিপুল বাগমার।
শুনানির এক পর্যায়ে আইনজীবী শিশির মনিরের কাছে আদালত জানতে চান, ই-ক🦄মার্স ব্যবসার বিষয়ে কিছু ব👍লুন। এ সম্পর্কে একটা ধারণা দিন।
তখন আইনজীবী শিশির মনির বলেন, “আমাদের দেশে ই-কর্মাস ব্যবসার নামে অনেক বেඣশি ফ্রি অফার থাকে। যা বিদেশি প্রতিষ্ঠান আলী বাবা, অ্যামাজনে থাকে না। আমাদের দেশের গ্রাহকরা অতি লোভে পড়ে প্রতারণার শিকার হনಞ।”
এ সময় আদালত বলেন, “হ্যাঁ। আমরা তো দেখি, একটা কিনলে আরেকটা ফ্রি। বিমানের টিকিট কিনল🐓ে হোটেল ভাড়া ফ্রি। এ জন্যই গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালান।”
পরে হাইকোর্ট ফোনালাপে আড়িপাতা বন্ধ চেয়ে করা🀅 রিটের আꦚদেশের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন।