বিএনপির আন্দোলনের ডাক সফল হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, “বিএনপি যতই আন্দোলনের ডাক দিক, তার🤡া অতীতের মতোই সফল হবে না। তারা যতই হরতালের ডাক দিক, সফল হবে না। তাদের ওপর সাধারণ মানুষের সমর্থন নেই।”
বিএনপির পায়ের নিচে মাটি নেই জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো রয়েছে। হরতালের মতো কোনো নেতিবꦉাচক কর্মসূচি দেশে নেই। বিএনপি আন্দোলন করে কিছুই করতে পারবে না।”
মন্ত্রী বলেন, “বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, তা ঠিক ✅থাকলে সরক💯ারের উন্নয়নের মহাসড়কে যে যাত্রা, তা আরও গতিশীল হবে।”
পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, “দেশের মানুষ এবার ভালোভাবে ঈদ উদ্যাপন করেছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভ💛ালো অবস্থায় রয়েছে।”