স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “গত ৫ আগস্টের পর থেকে✱ অনেকেই দেশ ত্যাগ করার সুযোগ পেয়েছেন, যার বড় কারণ ছিল সেসময় সরকার ছিল না। সরকার গঠন🐬ের পর যারা দেশ ত্যাগ করেছেন, তাদের বিষয়ে অধিক তদন্ত গ্রহণ করা হচ্ছে।”
মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন🌜 শ𝔍েষে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের ♐বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া আরও বাড়ানো হবে।
ট্রাফিকে শিক্ষার্থীদের দায়িত্ব পালন নিয়ে স্বর🌟াষ্ট্র উপদেষ্টা বলেন, “এক হাজার ছাত্র♚দের ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে। যারা ৩-৪ ঘণ্টা ডিউটি করবেন।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জাহাঙ্গীর আলম বলেন, “ꦉবিগত সরকারের বড় সমস্যা ছিল মানিলন্ডারিং। ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে, সব রিপোর্ট সিআইডিকে দ্রুত দিতে হবে।”