সꦰাধারণ জনগণের জন্য দেশের প্রথম মেট্রোরেল এমআরট🐟ি লাইন-৬ চলাচল শুরুর ৩৩ দিন পর পার হয়ে হয়েছে। এতে যাত্রী পরিবহন করেছে ৩ লাখ ৩৫ হাজার। এ সময়ের মধ্যে এখন পর্যন্ত মোট ২ কোটি ৪৬ লাখ টাকা আয় করেছে বলে জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভাকক্ষে সা💟ংবাদিকদের এসব কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এ🐎ন সিদ্দিক।
এম এ এন সিদ্দিক বলেন, “গত ২৯ ডিসেম্বর থেকে সোমবার (৩০ জানুয়ারি) পর্যন্ত মোট ৩ লাখ ৩৫ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে। এতে মেট্রোরেল কর্তৃপক্ষ মোট আয় করেছে ২ কোটি 🌃৪৬ লাখ🦂 টাকা।”
বর্তমানে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সীমিত পরিসরে চ🦋লছে মেট্রোরেল। এই দ্রুতগামী সরকারি🌃 পরিবহনের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার।