• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘নৌপথ চালু হবে ঢাকা উত্তরের সব খালে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৭:২১ পিএম
‘নৌপথ চালু হবে ঢাকা উত্তরের সব খালে’

ঢাকা শহরেꦆর যানজট নিরসনে ও পরিবেশ রক্ষায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন খালগুলোতে নৌপথ চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র মো আতিকু⭕ল ইসলাম।

রোববার (১০ সেপ🍎্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত আঞ্চলিক জলবায়ু সম্মেলনে ‘প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য: ভারসাম্য উন্নয়ন এবং ইকোসিস্টেম ব্যবস্থাপনা’ শীর্ষক প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে🥃ন।

মে🐈য়র আতিকুল ইসলাম বলেন, “হাতিরঝিলের আদলে মিরপুরের রূপনগর খাল দিয়ে তুরাগ নদী পর্যন্ত নৌপথ চালু করা হবে। রূপনগর খালে মোট ১১টি ব্রিজ রয়েছে। সেগুলোকে আর্চ ব্রিজ করে এই পথে নৌযান চলাচলের ব্যবস্থা করা হবে♑ ।”

গুলশান, ☂বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকায় অবৈধ পয়ঃবর্জ্যের সংযোগ থাকাটা দুঃখজনক মন্তব্য করে মেয়র বলেন, “কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানালেও সুয়ারেজের ব্লাক ওয়াটারের সংযোগ আমাদের সারফেস ড্রেনে দিয়ে রেখেছে। অথচ অল্প টাকা খরচ করে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট করেনি। পয়ঃবর্জ্যের লাইন খালে গিয়ে প্রতিনিয়ত খালকে দূষণ করছে। সেটি আরಌ হতে দেওয়া যাবে না।”

তিনি বলেন, “আমরা চাই একটি সুন্দর শহর, একটি দূষণমুক্ত শহর। শহরের খালগুলো হবে দূষণমুক্ত। এ ๊জন্য আমাদের সিটি করপোরেশনের পাশাপাশি জনগণকেও সচে♒তন হতে হবে, দায়িত্ব পালন করতে হবে।”

আমিন বাজার ল্যান্ডফিলে বর্জ্য থꦚেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইনসিনারেশন প্লান্ট নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে জানিয়ে মেয়র বলেন, “এই ইনসিনা🍸রেশন প্লান্ট থেকে দৈনিক ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিএনসিসি এলাকায় প্রতিদিন গড়ে ৩২০০-৩৬০০ টন বর্জ্য উৎপাদিত হয়। এই প্রকল্পের মাধ্যমে বাসাবাড়ির মিক্সড বর্জ্যকে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে শক্তিতে রূপান্তর করা হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে গুরুত্বারোপ করেছি। ইলেকট্রিক স্কুল বাস চালুর পদক্ষেপও নেওয়া হয়েছে।”

শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদের সঞ্চালনায় প্যানেল আলোচনায় আরও ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ড. এ꧙স এম মনজুরুল হান্নান খান, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার এমি চ্যাশ, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড্যানিয়েল নোভাগ, বিশ্বব্যাংকের সিনিয়র নগর ಞপরিবহন বিশেষজ্ঞ ক্যাটালিনা ওচুয়া এবং আইসিডিডিআরবির প্রজেক্ট কোর্ডিনেটর ডা. মো. মাহবুবুর রহমান প্রমুখ।

Link copied!