• ঢাকা
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৫ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাজেটের পর বাড়ল সবজির দাম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৭, ২০২৪, ১০:১৬ এএম
বাজেটের পর বাড়ল সবজির দাম

রাজধানীর বাজারগুলোতে একদিনের ব্যবধা𒆙নে সব ধরনের সবজির দাম বেড়েছে। প্রকারভেদে কিছু সবজিতে দাম দ্বিগুণ বেড়েছে।

শুক্রবার (৭ জুন) নগরীর কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে ৬০ টাকায়। কচুর মুখি ৯০ থেকে ১ౠ০০, ঝিঙা ৫০, পেঁপে ৬০, ঢেঁড়স ৫০, করলা ৮০, কাঁকরোল ৮০, মরিচ ১২০, বরবটি ১০০ এবং লাউ বিক্রি হয়েছে প্রতি পিস ৬০ টাকায়।

একই বাজারে বৃহস্পতিবার বেগুন প্রতি কেজির দাম 🦂ছিল ৫০ টাকা। কচুর মুখি ৮০, পটল ৪০, ঝিঙা ৫০, পেঁপে ৫৫, ঢেঁড়স ৩০, করলা ৪০🦹, কাঁকরোল ৬০, মরিচ ১২০, বরবটি ৬০ এবং লাউ প্রতি পিসের দাম ছিল ৪০ টাকা।

তেজগাঁও থেকে আসা হোসেন নামের এক ক্রেতা বলেন, “আজকে বাজারে সব ধরনের সবজির দাম বেশি। গ💟তকাল বাজেট হয়েছে, এই সুযোগে বিক্রেতারা আজকে সবজির দাম বাড়িয়েছে। তাছাড়া তো বাজারে সবজি কম দেখি না। সবকিছুই আছে।”

ধানমন্ডি থেকে আসা হায়দার বলেন, “সব সবজির দাম অতিরিক্ত। কয়েকদিন আগেই ঢেঁড়স কিনছি ২০ 💧থেকে ৩০ টাকা। আজকে কিনতে হচ্ছে ৫০ টাকায়। মুরগির দামও আজকে বেশি। মুরগি কিনতে গিয়েও তো পারলাম না। দাম কমবে কি না জানি না। কোরবানি আসতেছে পেঁয়াজ, রসুনের দামও বেশি।”

সবজির ক্রেতা সুমন বলেন, “বাজেট দিয়েই খালাস। পরে আর বাজার তদারকি হয় না। তদারকির অভাবে সাধারণ মানুষ বেশি দামে কিনছে সবজি। সিগারেট তো নতুন আসেনি এখনো,🉐 দাম বাড়ায় দিয়েছে। সব সিন্ডিকেট।”

সবজি বিক্রে⭕তা মোতালেব বলেন, “বাজেট নয়, বাজারে সবজি কম আসলেই দাম বাড়ে। আর সবজি বেশি আসলে দাম কমে। বাজারে আজ ক্রেতার ত♓ুলনায় সবজি কম, তাই দাম বেশি। দাম কমবে হয়ত কয়েকদিন পর।”

মোশ🌠ারফ নামের আরেক সবজি বিক্রেতা বলেন, “বাজারে সবজি কম আসায় আজ দাম অনেক বেশি। বাজেটের সঙ্গে কোনো ꧅সম্পর্ক নেই কাঁচা সবজির। কাঁচা সবজির দাম ওঠা-নামা করে সরবরাহের ওপর।” 

Link copied!