বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) যোগদান করেছেনꦿ নতুন তিন সদস্য। বুধবার (২২ মার্চ) বিইআরসি সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি💫তে এ তথ্য জানানো হয়।
তিন সদস্যের মধ্যে ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী প্রশাসন ও অর্থ বিভাগে, ড. মো. হেলাল উদ্দিন গ্যাস বিভাগে এবং আবুল খﷺায়ের মো. আমিনুর রহমান বিদ্যুৎ বিভাগের সদস্য হিসেবে♈ যুক্ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে তিনজন🉐 সম্মানিত সদস্য যথাক্রমে ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী (প্রাক্তন সচিব), ড. মো. হেলাল উদ্দিন, এনডিসি এবং আবুল খায়ের মো. আমিনুর রহমান যোগদান করেছেন।
চেয়ারম্যানের যোগদানের মাধ্যমে বাংলাদেশ এনꩵার্জি রেগুলেটরি কমিশন পূর্ণতা লাভ করলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।