• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাকরাইল মসজিদে অবস্থান নিলেন সাদপন্থী, নিরাপত্তা জোরদার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ১০:৩৭ এএম
কাকরাইল মসজিদে অবস্থান নিলেন সাদপন্থী, নিরাপত্তা জোরদার

তাবলিগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন✅্থীদের মধ্যে আবারও উত্তেজনা বিরাজ করছে। 

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সাদপন্থীরা কাকরাইলের মারকাজ মস🥂জিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেবেন বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন। সেই মোতাবেক সকাল ৮টার দিকে তারা মসজিদে প্রবেশ করেছেন🀅। 

এদিন ভোর থেকে কাকরাইল মসজিদ এলাকায় নꦏিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়ꦬেছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

শুক্রবার সকাল ৮টার পরে প্রবেশ করেন সাদপন্থীদের একটি ဣবিশাল দল। তাবলিগের জামাতের দুই পক্ষের বিরোধের পর থেকে মারকাজ মসজিদের নিয়ম ছিল ১৪ দিন থাকবেন সাদপন্থীরা আর ২৮ দিন থাকবেন জুবায়েরপন্থীরা।

জানা যায়, দুই পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ ন𝕴েয় ২০১৭ সালের নভেম্বর। সেদিন কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধ🌃ান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থীরা ৪ সপ্তাহ ও সাদপন্থীরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থীরা ১২ মাসই নিজেদের দখলে রাখেন। 

সাদপন্থীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকা🃏রের সময়ে হেফাজত সমর্থিত জুবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও দুই পক্ষের বিরোধ দিনে দিনে তীব্র হচ্ছে।

গত ৪ নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ৫৮তম বিশ্ব ইজতেমা দুই দফায় আয়োজিত হবে। প্রথম দফার ইজতেমা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় শুরু হবে ৭ ফেব্রুয়ারি। তবে ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে মাওলানা জুবায়ের অনুসারীরা বলেন, দেশে ইজতেমা একবারই হবে, দুবার নয়। টঙ্গীতে🐎 ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে দিল্লির মাওলানা সাদের অনুসারীদের আর ঢুকতে দেওয়া হবে না। 

অন্যদিকে ৯ নভেম্বর এক⛎ ভ𝐆িডিও বার্তায় সাদপন্থী ইমাম মুফতি আজিমুদ্দিন শুক্রবার কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানান। 

এরপর গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সং𝔍বাদ সম্মেলনে জুবায়েরপন্থরা বলেন, মাওলানা সাদের অনুসারীদের মসজিদে প্রবেশ𒁃 করতে দেওয়া হবে না।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!