এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ের (র্যাব) মহাপরিচালক এম 🐽খুরশীদ হোসেনের স্ত্রীর মারা গেছেন।
সোমবার (৯ অক্টোবর) বিকেলে গুলশানে নিজ বাসায় তিনি শেষ নꦑিশ্🍒বাস ত্যাগ করেন।
꧑সংবাদমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন র🐭্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, “স্যারের (র্যাব মহাপরিচালক) সহধর্মিণী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিদে𝓡শে নিয়েও তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু শারীরিক অসুস্থতাজনিত কারণে আজ নিজ বাসায় তিনি মারা গেছেন।”