প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (৩০ মে) পটুয়াখা🍰লীর কলাপাড়ায় ঘℱূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
বুধবার (২৯ মে) প্র🧸ধানমন্ত্রীর উপপ্রেস সচিব এমএম ইমরুল কায়েস বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল সকাল ১১টায় হেলিকপ💎্টারযোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন।
প্রধানম📖ন্ত্রীর পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্𒅌বাত্মক প্রস্তুতি চলছে।
জেলায় এ পর্যন্ত ৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্প🐎ূর্ণ এবং ১ হাজার ৮৬৫টি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে সূত🀅্র জানিয়েছে।
জেলা প্রশাসন আরও জানায়, এ প্রাকৃতিক দুর্যোগে কৃষি খাতে ২৬ কোটি টাকার এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়🍌েছে।