• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চীন সফর সংক্ষিপ্ত করার কারণ জানালেন প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৫:২৯ পিএম
চীন সফর সংক্ষিপ্ত করার কারণ জানালেন প্রধানমন্ত্রী
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

বিভিন্ন দেশে সফর অফিসিয়াল কাজ শেষ হয়ে গেলে যত তাড়াতাড়ি পারেন দেশে ফিরে আসেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি চীন সফর সংক্ষিপ্ত করার কারণ জানিয়ে তিনি বলেছেন, “পৃথিবীর বহু দেশে আমি যখন যাই, আমার ꧂যখন অফিসিয়াল কাজ শেষ হয়ে যায়, আমার তো শপিংয়েরও যাওয়ার নাই, বেড়ানোরও কিছু 💖নাই। যত তাড়াতাড়ি পারি দেশে চলে আসি। এটা বহুবার করেছি।”

ꦫরোববার (১৪ জুলাই) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে๊ এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্𒐪ত্রী বলেন, “আমার মেয়েকে (সায়মা ওয়াজেদ পুতুল) ওদের স্বাস্থ্য মন্ত্রণালয় দাওয়াত দিয়েছিল, ওর যাওয়ার কথা। কিন্তু সকাল থেকে ওর জ্বর হলো, যেতে পারেনি আমার সাথে। এটা বাস্তবতা।”

শেখ হাসিনা বলেন, “আমি একজন মা। ওই অবস্থায় মেয়েকে রেখে আমাকে চলে যেতে হয়। আমাদের সব আনুষ্ঠানিক কর্মসূচি 𓆏শেষ হয়ে যায়। আমাদের ১১ তারিখ এসে পৌঁছানোর কথা, ১১ তারিখেই এসেছি। বিকেলে আসতাম, একটু আগে এসেছি। এই ছয় ๊ঘণ্টার মধ্যেই তোলপাড় হয়ে যাবে, এটা তো বুঝতে পারিনি। তাছাড়া এটা নতুন নয়।”

প্রধানমন্ত্রী বলেন, “এর আগে যখন ভারতে গেলাম, আমাদের তি♐ন দিন বা চার দিনের প্রোগ্রাম ছিল। যখন ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন উনি আসবেন, আমার দায়িত্বই ছিল উনি বাংলাদেশে যখন আসবেন তার আগে আমার ঢাকায় পৌঁছানো। পৌঁছে উনাকে আমি রিসিভ করব। আমি তখন ভারতের দুই দিনের প্রোগ্রাম ক্যান্সেল করে চলে এলাম। এসে উনাকে রিসিভ করলাম।

প্রধানমন্ত্রী আরও বলেন, “এবার আমরা সব প্রোগ্রাম ৫টার মধ্যে শেষ করেছি। রাত ১০টায় আমাদের ফ্লাইট। 🥀আমরা এখানে এসে পৌঁছালাম চীনের সময় রাত আড়াইটায়। দুই ঘণ্টা আমরা সময় পেলাম। আগে এসে পৌঁছালাম। এটাকে এত রঙ এত কথা। যারা এ ধরনের কথা বলে, তাদের জন্য দেশবাসী চিনে রাখে যে তারা এ ধরনের বানোয়াট কথাই বলে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!