তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, “আমাকে স্যার ভাবার, বা স্যার বলারও দরকার নেই। আমি জনগণের পক্ষ থেকে এসেছি। জনগণের দাবি-দাওয়া নিয়ে এসেছি। একটি নতুন বাংলাদেশের 𝔉স্বপ্ন নিয়ে এসেছি। এখন আমি♋ আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি।”
রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে তথ🦂্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সামগ্রিকভাবে বাংলাদেশꦐে মতপ্রকা🎉শের স্বাধীনতা ও গণমাধ্যমের পরিস্থিতি এ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে।”
তথ্য উপদেষ্টা বলেন, “ইন্টারনেট বন্ধে জড়িত মন্ত্রীকে শাস্তির আওতায় আনা হবে। সাগর-র🦩ুনি হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে। এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করবে।”
এ ছাড়া স্বাধীন গণমাধ্যম কমꦍিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি⛄ ঠিক করা হবে। নিবর্তনমূলক আইন, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে।”
এসময় ছাত্র-জনতಞার অভ্যুত্থানে গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য෴ নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক।”