আসন্ন দ✤্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোনো রকমের সংলাপের উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন নির্বাচಌন কমিশনার আনিছুর রহমান।
তিনি বলেন, “দায়িত্ব নেওয়ার পর সংলাপের জন্য ডাকা হলেও বিএনপিসহ অনেক দলই আসেনি। এখন নতুন করে সংলাপের প্রয়োজওন আছে বলে মনে করি না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই সমাধান হোক।”
মঙ♊্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এসব কথা🌃 বলেন তিনি।
আনিছুর রহমান আরো বলেন, “দেশের নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার নেওয়ার চার মাস পরই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকে কমিশন। কিন্𓃲তু বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তা বর্জন করে। ফের সংলাপের উদ্যোগ নিলেও তাদের সাড়া পায়নি কমিশন। চিঠি পাঠিয়েও জবাব মেলেনি।”
নতুন দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, “আমরা ২৬ জুলাই পর্যন্ত সময় দিয়েছি আপত্তি জানানোর জন্য। যারা নি🐓বন্ধনের যোগ্যতা অর্জন করেছে বলে মনে করে কিন্তু নিবন্ধন পায়নি তাদের আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পরে আমরা এটা নিয়ে বসব। তাদের (রাজনৈতিক দল) ক্ষোভ থাকতেই পারে। এরপর বলা যাবে। কে ঘেরাও করতে আসছে? তার ঘেরাও করার অধিকার আছে। করুক। যদি কেউ ঘেরাও করে আমরা ঘেরাও হয়ে থাকব, অসুবিধা নেই।