• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জুলাই-আগস্টের হত্যা

ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা মামলার আসামি!


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৯:৫৭ এএম
ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা মামলার আসামি!

আসামিদের দাবি, ফ্ল্যাট 🐈নিয়ে চলা দ্বন্দ্বের জেরে জুলাই-আগস্টের হত্যা মামলায় তাদের নাম দেওয়া হয়েছে। আরেক মামলার এজাহারে গরমিল আছে বাদীর তথ্যে। বিশেষজ্ঞ বলছেন, এতে করে মূল আসামিরা পার পেয়ে যাবে এবং বিচারকাজ বিলম্বিত হবে। আর পুলিশ বলছে, নিরপরাধ কাউকে ফাঁসানোর চেষ্টা হলে, বাদীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২০ নভেম🐠্বর) সময় নিউজের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যাত্রাবাড়ী থানার সামনে নিহত হন পিকআপ চালক শাহিন। ঘটনার এক মাস পর থানায় মামলা করেন তা🗹র স্ত্রী স্বপ্না বেগম। এতে সাবেক প্রধানমন্ত্রীসহ ৮৪ জনের নামে হত্যার অভিযোগ আনেন বাদী। অজ্ঞাতনামা আসামি ক💙রা হয় দেড় থেকে দুই হাজার জনকে।

এজাহার অনুযায়ী হত্যাকাণ্ডটি যাত্রাবাড়ীতে ঘটলেও রহস্যজনকভাবে অধিকাংশ অভিযুক্তের বাড়ি পটুয়াখালীতে। অন্যদিকে এজাহারভুক্ত ১৭ নম্বর আসামি হাসিবুল আলম ২৪ জুলাই দুবাই হয়ে কানাডা যান।𝓀 ভিডিও কলে, মামলার কথা শুনে অবাক হন তিনি।

এ 𝐆নিয়ে মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করেও তাকে🍷 পাওয়া যায়নি। এমনকি নথিতে থাকা মুঠোফোনের নাম্বারে কল করলে রিসিভ করেন আরেক ব্যক্তি।

এদিকে গত ৪ আগস্ট ধানমন্ডি এলাকায় হত্যাচেষ্টা মামলার বাদী শরীফ আসামি হিসেবে অন্যদের সঙ্গে এজাহারভুক্ত করেন মোহাম্মদপুরের না♍র্গিস বেগম ও তার ছেলেকে।

এ মামলার এজহারভুক্ত আসামি ইমরান খান বলেন, ফ♋্ল্যাট থেকে সরানোর জন্য ৮-৯ বছর𒀰ে ৮-১০টি মামলা দেওয়া হয়েছে। গত ৫ আগস্টের পর রাজনৈতিক মামলা দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

মামলাটির অপর আসামি নার্গিস বেগম কান্নারত অবস্থায় বলেন, “আমি অসুস্থ, হাঁটতে পারি না। ভুয়া মামলায় আমাকে হয়রানি করা হচ্ছে। আমি সরকারের কাছে বিচꦕার চাই।”

মামলাটির বিষয়ে যোগাযো𓆏গ করা হলে বাদী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক মনে করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে মামলায় জড়ালে বিচারকাজে দীর্ঘসূত্রতার আশঙ্কা থাকে। 🐼এতে মূল অভিযুক্তরাও পার পেয়ে যাওয়ার রাস্তা পেয়ে যান।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান বলেন, মামলার অজꩵুহাতে কাউকে হয়রানির সুযোগ নেই। সুষ্ঠু তদন্তের মাধ্যমেই ব্যবস্থা নেয়া হবে। কেউ যদি মিথ্যা মামলা করে, তাহলে বাদীর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সরকারের উচ্চপর্যায় থেকে বারবা꧑র বলা হলেও এরই মধ্যে ত্রুটিপূর্ণ এমন শত শত মামলা দায়ের হয়েছে দেশে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!